TRENDING:

Women's World Cup 2022: স্বামী স্টার্ক যা করছেন তাই করে দেখালেন স্ত্রী হিলি, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

Last Updated:

২০১৫ সালে বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তাঁর স্বামী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক৷ এদিকে এদিন তাঁর স্ত্রীও বিশ্বকাপের মঞ্চেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্রাইস্টচার্চ: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে  (ICC Women's World Cup 2022) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Aus vs Eng) ম্যাচে ৭১ রানে জিতে গেল অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল৷  আর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক এলিসা হিলি (Alyssa Healy) মহিলা বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন৷ এদিন তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে স্বামী মিচেল স্টার্কের সঙ্গে এক আসনে চলে এলেন৷ ২০১৫ সালে বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তাঁর স্বামী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক৷ এদিকে এদিন তাঁর স্ত্রীও বিশ্বকাপের মঞ্চেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন৷
 Women's World Cup 2022: Alyssa Healy named player of the tournemnet and australia wins trophy for record seven times
Women's World Cup 2022: Alyssa Healy named player of the tournemnet and australia wins trophy for record seven times
advertisement

অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ইংল্যান্ড মহিলা দলের (Aus W vs Eng W) খেলায় দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন এলিসা হিলি৷ তিনি এদিনের পারফরম্যান্সের পর প্রাক্তন অজি অধিনায়ক কারেন রোল্টন (2005), ইংল্যান্ডের ক্লেরি টেলর (2009), নিউজিল্যান্ডের সুজি বেটস (2013), ইংল্যান্ডের টেমি বিউমোটের (2017) বিশেষ ক্লাবে শামিল হয়ে গেলেন৷

আরও পড়ুন - Women's World Cup 2022: একেই বলে ‘বালম সামে’, স্ত্রী এলিসার শতরানে গ্যালারিতে স্বামী মিচেল স্টার্কের উচ্ছ্বাস, ভাইরাল ভিডিও

advertisement

এলিসা হিলি নিউজিল্যান্ডে আয়োজিত হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) সবচেয়ে বেশি ৫০৯ রান করেন৷ তিনি সেমিফাইনালে এবং ফাইনালে শতরান করেন৷ তাঁর এই পারফরম্যান্সের জন্য ৭ বার বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া৷ মহিলাদের বিশ্বকাপের এটা ১২ তম মরশুম৷ আর তার থেকে ৭বার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া৷ ফাইনাল লড়াইতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল স্কোর খাড়া করেন৷ জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২৮৫ রানে অলআউট হয়ে যান৷ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একটি ম্যাচও হারেনি এবং মোট ৯ টি ম্যাচের ৯ টিই জিতলেন তিনি৷

advertisement

হিলি ২ টি শতরান করেছেন

৩২ বছরের উইকেটকিপার এলিসা হিলি ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে ৫০৯ রান করেন৷ তিনি ২ টি শতরান এবং ২ টি অর্ধশতরান করেন৷ উইকেটকিপার হিসেবে তিনি ৪ টি ক্যাচ নেন৷ পাশাপাশি ৪ টি স্টাম্পও করেন৷ তিনি গোটা টুর্নামেন্টে ৭০ টি বাউন্ডারি হাঁকান৷ স্ট্রাইকরেট ১০৪, ৫ বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেতাবও জিতেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

অস্ট্রেলিয়ান মেগ লেনিংয়ের অধিনায়কত্ব এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া৷ তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান অধিনায়ক হলেন৷ তিনি অস্ট্রেলিয়াকে এর আগে ৩ বার টি টোয়েন্টি চ্যাম্পিয়ন করেন৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৪ বার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩ বার আইসিসি ট্রফি জেতেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Women's World Cup 2022: স্বামী স্টার্ক যা করছেন তাই করে দেখালেন স্ত্রী হিলি, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা অস্ট্রেলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল