TRENDING:

বিশ্বকাপ ফাইনাল রবিবার! দুই দলের নাম পাকা, ক্রিকেটবিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন

Last Updated:

Women's T20 World Cup 2024 Final- নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার। এই ম্যাচে যে দল জিতবে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার। এই ম্যাচে যে দল জিতবে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করবে।
advertisement

নিউজিল্যান্ড ১৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতার মতো জায়গায়।

সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিউজিল্যান্ড, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের কেউই এখনও এই টুর্নামেন্ট জিততে পারেনি।

আরও পড়ুন- শূন্য় থেকে শতরান!’বিদ্রোহী’ সরফরাজের ব্যাটেই বেঙ্গালুরুতে জয়ের স্বপ্ন বুনছে ভারত

advertisement

ভারতীয় সময় অনুযায়ী, দুবাইয়ে সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ। এবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হয়েছিল। ১০ টি দল অংশগ্রহণ করে।

এবারঅস্ট্রেলিয়ার পরাজয় ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় বিপর্যয়। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা হবে অস্ট্রেলিয়াকে ছাড়াই। অস্ট্রেলিয়া সর্বোচ্চ ৬ বার এই ট্রফি ঘরে তুলেছে।

advertisement

দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছে। তবে এই দুই দেশের পুরুষ ক্রিকেট দলও এখনও বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

T20 বিশ্বকাপের আগে এই দল ২০২৪ সালে খেলা ১৩ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছিল। এর পর বিশ্বকাপে তাদের পারফরম্যান্স-এ বিস্মিত  সমর্থকরা। এখন শিরোপা থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে এই দল। ফাইনাল ম্যাচ জিতে ইতিহাসের সোনালি পাতায় নাম লেখার সুবর্ণ সুযোগ রয়েছে সোফি ডিভাইনের দলের সামনে।

advertisement

আরও পড়ুন- চতুর্থ ভারতীয় হিসেবে নজির,কিউয়িদের বিরুদ্ধে টেস্টে পেরোলেন ৯০০০ রানের ফলক

দক্ষিণ আফ্রিকাকে বলা হয় ‘চোকার’। কারণ তারা বড় ম্যাচে হারে। এই ট্যাগ পুরুষ এবং মহিলাদের দলে পুরোপুরি ফিট হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে টানা দুবার রানার্সআপ হয়েছে দক্ষিণ আফ্রিকা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দঃ আফ্রিকার পুরুষ দল সম্প্রতি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছে। তবে শিরোপা জিতে এই মিথ ভাঙার সুবর্ণ সুযোগ এখন মহিলা দলের সামনে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফাইনাল রবিবার! দুই দলের নাম পাকা, ক্রিকেটবিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল