Virat Kohli In Test Cricket: চতুর্থ ভারতীয় হিসেবে নজির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পেরোলেন ৯০০০ রানের মাইলস্টোন

Last Updated:

Virat Kohli In Test Cricket: ৩৫ বছরের ব্যাটার ৩১ টি হাফ সেঞ্চুরি মেরেছেন৷ এদিন ভারত যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের বিশাল ৪০২ রানের তাড়া করতে নেমেছিল তখন তিনি নিজের ৩১ তম অর্ধশতরান করে ফেলেন৷

টেস্টে ৯০০০ রানের মালিক বিরাট কোহলি- Photo- AP
টেস্টে ৯০০০ রানের মালিক বিরাট কোহলি- Photo- AP
বেঙ্গালুরু: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্টে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন৷  শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৯০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন বিরাট কোহলি।
প্রথম ইনিংসে শূন্য রান করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দূরে ছিলেন, যা করলে তিনি চতুর্থ  ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০০ রানের মালিক হওয়া থেকে৷ সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকরের পরে সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিরাট৷
তেন্ডুলকর যিনি ২০১৩ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান৷ তিনি ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বাধিক রানের মালিক৷ তিনি নিজের কেরিয়ার ২০০ টেস্টে তিনি ১৫.৯২১ রান করেন৷
advertisement
advertisement
advertisement
দ্রাবিড় এই তালিকায় দ্বিতীয় , তাঁর রান ১৩,২৬৫ রান, ১৬৩ টেস্টে করেন৷ তাঁর পরে রয়েছেন সুনীল গাভাসকর , তাঁর রান ১২৫ টেস্টে ১০,১২২৷ এদিকে এঁদের সকলের তুলনায় সবচেয়ে স্লো হলেন বিরাট, তিনি ১৯৭ ইনিংসে ৯০০০ রানের মাইলস্টোনে পৌঁছলেন৷
টেস্টে সবচেয়ে বেশি রান (ভারতীয়)
সচিন তেন্ডুলকর  (Sachin Tendulkar) – ১৫৯২১
advertisement
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) –১৩২৬৫
সুনীল গাভাসকর  (Sunil Gavaskar) – ১০১২২
বিরাট কোহলি (Virat Kohli) – ৯০১৭
ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) – ৮৭৮১
৩৫ বছরের ব্যাটার ৩১ টি হাফ সেঞ্চুরি মেরেছেন৷ এদিন ভারত যখন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের বিশাল ৪০২ রানের তাড়া করতে নেমেছিল তখন তিনি নিজের ৩১ তম অর্ধশতরান করে ফেলেন৷
advertisement
বর্তমানে যে ক্রিকেটাররা এই মুহূর্তে ক্রিকেট খেলছেন তাঁদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী যাঁরা আছেন তাঁদের মধ্যে দ্বিতীয়৷ জো রুট রয়েছেন কোহলির সামনে৷ তাঁর রান ১২,৭১৬৷ আর সবচেয়ে বেশি সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন ১৮ তম স্থানে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli In Test Cricket: চতুর্থ ভারতীয় হিসেবে নজির, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পেরোলেন ৯০০০ রানের মাইলস্টোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement