TRENDING:

মাত্র ২৭ রানেই অল আউট মালয়েশিয়া, এশিয়া কাপে দুরন্ত শুরু মিতালিদের

Last Updated:

এশিয়া কাপ টি২০-তে দারুণ শুরু মিতালিদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়ালালামপুর: এশিয়া কাপ টি২০-তে দারুণ শুরু মিতালিদের ৷ মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪২ রানের বিশাল জয় পেল ভারতীয়রা ৷ প্রথমে ব্যাটে করে এদিন ৩ উইকেটে ১৬৯ রান করে ভারত ৷ অধিনায়ক মিতালি রাজ অপরাজিত থাকেন ৬৯ বলে ৯৭ রান ৷ জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানেই অল আউট হয়ে যায় মালয়েশিয়া ৷ মাত্র ১৩.৪ ওভার স্থায়ী হয় মালয়েশিয়ার ইনিংস ৷
advertisement

কুয়ালালামপুরের কিনারা অ্যাকাডেমি ওভালে এদিন বল হাতে দুরন্ত ছিলেন ভারতের পূজা বস্ত্রকর ৷ মাত্র ৬ রান দিয়ে বিপক্ষের ৩ উইকেট তুলে নেন তিনি ৷ পূজার পাশাপাশি এদিন দুরন্ত বল করেন দুই স্পিনার অনুজা পাটিল এবং পুনম যাদবও ৷ দু’জনেই নেন দুটি করে উইকেট ৷ ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং ৷ প্রথম ৫ ওভারেই মাত্র ১২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায় তাদের ৷ অধিনায়ক দুরাইসিঙ্গম কিছুটা মরিয়া লড়াই চালালেও খুব বেশি সময় ক্রিজে কাটাতে পারেননি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ২৭ রানেই অল আউট মালয়েশিয়া, এশিয়া কাপে দুরন্ত শুরু মিতালিদের