TRENDING:

৩৬-এ পা মাহির, সিরিজ জয়ের পাশাপাশি জামাইকায় জোড়া সেলিব্রেশন !

Last Updated:

সিরিজ জয়। সঙ্গে মাহির বার্থ ডে। জোড়া সেলিব্রেশনে টিম ইন্ডিয়া যেন হ্যাপি ফ্যামিলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জামাইকা:  একসঙ্গে জোড়া সেলিব্রেশন। ক্যারিবিয়ান মাটিতে টানা তৃতীয় একদিনের সিরিজ জয়। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ৩৬-এ পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সিরিজ জিতে হোটেলে ফিরেই শুরু হয় সেলিব্রেশন। মোমবাতি নিভিয়ে, কেক কাটলেন মাহি। সেইসঙ্গে হ্যাপি বার্থ ডে কোরাস। প্রথম কেকটা খাওয়ালেন সাক্ষী। তারপর একে একে প্রত্যেক টিমমেটরা। সিরিজ জয়। সঙ্গে মাহির বার্থ ডে। জোড়া সেলিব্রেশনে টিম ইন্ডিয়া যেন হ্যাপি ফ্যামিলি।
advertisement

সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা পেতে থাকেন রাঁচির মহাতারকা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জন্মদিনের শুভেচ্ছার যেন বন্যা বয়ে যায় ৷ এবছর জানুয়ারিতেই সীমিত ওভারের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন ধোনি। তারপর থেকে কেবলমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যানের কাজটা ভালমতোই চালিয়ে আসছেন তিনি ৷ ক্যারিবিয়ান সফরে তাঁর মন্থরতম ইনিংস প্রত্যেককেই অবাক করেছিল ৷ কিন্তু টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের পর এখন সব ভুলে মাহির বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন ক্রিকেটাররা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
৩৬-এ পা মাহির, সিরিজ জয়ের পাশাপাশি জামাইকায় জোড়া সেলিব্রেশন !