প্রথম সেটে শুরু থেকেই দাপট দেখান আলকারাজ। যদিও আমেরিকান ফ্রিটজ সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তবে স্প্যানিশ তারকা সময় মতো জ্বলে উঠে প্রথম সেট নিজের দখলে নেন। দ্বিতীয় সেটে দুজনই শক্তিশালী সার্ভে পাল্টা আক্রমণ চালান। ফলস্বরূপ সেটটি ৫-৫ সমতায় পৌঁছায়। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আলকারাজ ভুল করেন, আর সেই সুযোগে দ্বিতীয় সেট ছিনিয়ে নেন ফ্রিটজ।
advertisement
তৃতীয় সেটে আবার নিজের ছন্দে ফেরেন আলকারাজ। তৃতীয় গেমেই ফ্রিটজকে ব্রেক করে এগিয়ে যান এবং সেই লিড ধরে রেখে সেটটি জিতে আবারও ম্যাচে এগিয়ে যান।
চতুর্থ সেটে দুই খেলোয়াড়ের মধ্যে তুমুল লড়াই চলে। প্রতিটি সার্ভ গেমে উত্তেজনা থাকলেও কেউ কাউকে ছাড় দেয়নি। শেষপর্যন্ত সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা কাজে লাগিয়ে ৭-৬ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে নেন আলকারাজ।
এই জয়ে আলকারাজ উইম্বলডনে নিজের টানা তৃতীয় ফাইনালে জায়গা করলেন এবং তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে গেলেন। অন্যদিকে, এই ম্যাচ ছিল টেলর ফ্রিটজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল, যেখানে তিনি সাহসী লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয়।