TRENDING:

Virat Kohli: সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড কি কোহলি ভাঙতে পারবেন? জবাবে বড় কথা বলে দিলেন গাভাস্কর

Last Updated:

Virat Kohli: সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ডকে ভাঙতে পারেন কেবল একজনই—এমনটাই মনে করছেন লিটল মাস্টার সুনীল গাভাস্কার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ডকে ভাঙতে পারেন কেবল একজনই—এমনটাই মনে করছেন লিটল মাস্টার সুনীল গাভাস্কার। তাঁর মতে, বিরাট কোহলি যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন, তা বজায় থাকলে তিনি সহজেই সচিনের মাইলফলকে পৌঁছে যেতে পারবেন। বর্তমানে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৮৪, যার মধ্যে ওয়ানডেতে রয়েছে রেকর্ড ৫৩টি সেঞ্চুরি। যেহেতু তিনি এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটই খেলছেন, তাই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সামনে আরও ২৫–৩০টি ম্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
News18
News18
advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলিকে নিজের সেরা ফর্মে পাওয়া যায়। প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি এবং তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫ রানের ইনিংস প্রমাণ করে যে তিনি আবারও ছন্দে ফিরেছেন। স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেন, “কেন নয়? তিন বছর আরও খেললে তাঁর মাত্র ১৬ সেঞ্চুরি লাগবে। যেভাবে তিনি ব্যাট করছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে যদি আরও দুইটি সেঞ্চুরি করেন, তবে তিনি ৮৬–তে পৌঁছে যাবেন।”

advertisement

তবে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু হতে এখনও এক মাস বাকি। এই দীর্ঘ বিরতি নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন গাভাস্কার। তাঁর মতে, টানা ম্যাচ খেলতে পারলে কোহলি নিজের ফর্মের ধারাবাহিকতা আরও ধরে রাখতে পারতেন। বিরতি মাঝে মাঝে ব্যাটসম্যানদের ছন্দে প্রভাব ফেলতে পারে। গাভাস্কার দুঃখপ্রকাশের ভঙ্গিতে বলেন, “এক মাসের এই বিরতি না থাকলে আমি নিশ্চিত, কোহলি আরও দুই বা তিনটি সেঞ্চুরি করতে পারতেন।” তাঁর বক্তব্যে স্পষ্ট—ভারতের এই বিরতি কোহলির ফর্মের গতি খানিকটা কমিয়ে দিতে পারে।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: চ্যাম্পিয়ন দল থেকে ৫ জন পেলেন সুযোগ! ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

তবে বিরতির মধ্যেও ফিট ও ম্যাচ-রেডি থাকতে কোহলি এবার খেলবেন বিজয় হাজারে ট্রফিতে। প্রায় এক দশকের বেশি সময় পর তিনি দিল্লির হয়ে লিস্ট–এ ক্রিকেটে মাঠে নামবেন। ফলে গাভাস্কারের আশা—ঘরোয়া ম্যাচগুলো কোহলিকে ফর্ম ধরে রাখতে সাহায্য করবে এবং তাঁকে সচিনের ঐতিহাসিক রেকর্ডের আরও কাছে পৌঁছে দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড কি কোহলি ভাঙতে পারবেন? জবাবে বড় কথা বলে দিলেন গাভাস্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল