TRENDING:

রিও-তে সোনা জয়ই লক্ষ্য দীপার

Last Updated:

শুধুমাত্র রিও-র টেস্ট ইভেন্টে সোনা জয় বা অলিম্পিকের যোগ্যতা অর্জনই শেষ কথা নয় দীপা কর্মকারের। রিও অলিম্পিক পোডিয়ামেও সোনা জিতে উঠতে চান আগরতলার এই বাঙালি মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা:  শুধুমাত্র রিও-র টেস্ট ইভেন্টে সোনা জয় বা অলিম্পিকের যোগ্যতা অর্জনই শেষ কথা নয় দীপা কর্মকারের। রিও অলিম্পিক পোডিয়ামেও সোনা জিতে উঠতে চান আগরতলার এই বাঙালি মেয়ে। জিমন্যাস্টিকসে এই প্রথম কোনও ভারতীয় মেয়ে সুযোগ পেয়েছেন অলিম্পিকে। তাতে নিজে যেমন উচ্ছ্বসিত দীপা, তেমনই পদক জিততেও দৃঢ়প্রতিজ্ঞ। টেস্ট ইভেন্টে স্কোয়ারিং ভল্ট, ফ্লোর ইভেন্টে সেরা পারফর্ম করার পাশাপাশি সর্বোচ্চ ৫২.৬৯৮ পয়েন্ট পান দীপা। আগামী অগাস্টে এই রেকর্ডকেও ছাপিয়ে যেতে চান তিনি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
রিও-তে সোনা জয়ই লক্ষ্য দীপার