TRENDING:

IND vs ENG: চতুর্থ টেস্টে কি খেলবেন ঋষভ পন্থ? চোটের অবস্থা কেমন? বড় আপডেট দিলেন গিল

Last Updated:

IND vs ENG 4th Test: একদিকে তৃতীয় টেস্ট হারের ক্ষত আরেক দিকে চতুর্থ টেস্টে আগে ভারতীয় দল পূর্ণ শক্তির টিম নিয়ে নামতে পারবেন কিনা তা নিয়েও চিন্তায় ফ্যানেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

লর্ডসের বেদনাদায়ক হার যত তাড়াতাড়ি ভারতীয় দল ভুলে যায় ততই ভাল। সিরিজের আগামী দুটি টেস্ট টিম ইন্ডিয়ার কাছে ডু অর ডাই। একদিকে তৃতীয় টেস্ট হারের ক্ষত আরেক দিকে চতুর্থ টেস্টে আগে ভারতীয় দল পূর্ণ শক্তির টিম নিয়ে নামতে পারবেন কিনা তা নিয়েও চিন্তায় ফ্যানেরাসবথেকে বড় প্রশ্ন হল লর্ডস টেস্টে চোট পাওয়া ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টারে খেলবেন কিনা? এবার পন্থকে নিয়ে বড় আপডেট দিলেন গিল।

advertisement

তৃতীয় টেস্টে চোটের কারণে উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। প্রথম ইনিংসের বেশিরভাগ সময়দ্বিতীয় ইনিংসে পুরোটাই কিপিং করেননি পন্থ। তার জায়গায় দায়িত্ব সামলান ধ্রুব জুরেলভারতীয় অধিনায়ক শুভমান গিল আশা প্রকাশ করেছেন যে পন্থ ম্যানচেস্টার টেস্টে খেলতে পারেন। স্ক্যান রিপোর্টে তাঁর আঙুলে বড় কোনো চোট ধরা পড়েনি

advertisement

তৃতীয় টেস্টে ইংল্যান্ড ভারতকে ২২ রানে হারিয়েছে এবং ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। সেই ম্যাচে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ প্রথম দিনই আঙুলে চোট পান। জসপ্রীত বুমরাহর বলে বাঁদিকে ডাইভ দেওয়ার সময় তিনি ব্যথায় কাতরাতে থাকেন। এরপর তিনি উইকেটকিপিং করতে পারেননি। চোট নিয়েই ব্যাটিং করেন তিনি।

advertisement

প্রথম ইনিংসে তিনি ৭৪ রান করেন। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় পন্থ স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না এবং মাত্র ৯ রান করেই আউট হয়ে যান। পন্থের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক শুভমান গিল বলেন, “পন্থ স্ক্যানে গিয়েছিলেন। বড় কোনো চোট ধরা পড়েনি। তাই তিনি ম্যানচেস্টারের চতুর্থ টেস্টে খেলার জন্য ঠিক হয়ে যাবেন।”

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?

সিরিজের চতুর্থ টেস্টটি ম্যানচেস্টারে ২৩ জুলাই থেকে শুরু হবে। তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে ৯ দিনের বিরতি রয়েছে। পন্থ ছাড়াও জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রশ্ন করা হলে, শুভমান গিল সরাসরি কোনো উত্তর দেননি। তিনি আগের মতোই বলেন, ম্যাচের আগে ঠিক করা হবে কে খেলবে আর কে খেলবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: চতুর্থ টেস্টে কি খেলবেন ঋষভ পন্থ? চোটের অবস্থা কেমন? বড় আপডেট দিলেন গিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল