আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি। আইপিএলের আরসিবির ঘুড়ে দাঁড়ানোতে বড় ভূমিকা ন নিয়েছে উইল জ্যাকসের পারফরম্যান্স। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জাতীয় দলের নির্দেশের কারণে আরসিবি ছাড়তে হতে পারে উইল জ্যাকসকে। যা বেঙ্গালুরু কাছে একেবারেই ভল খবর নয়।
গত কয়েক ম্যাচ ধরে দলে খেলছেন না রাইস টপলি। তবে দলের প্লেয়িং ইলেভেনে ঢোকার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন উইল জ্যাকস। তাই তার অনুপস্থিতিতে আরসিবিকে সিএসকে ম্যাচে বড় পরিবর্তন করতে হবে। উইল জ্যাকসের পরিবর্তে অন্য কোনও বিদেশি খেলোয়াড়কে দলে নিতে হবে আরসিবিকে। আরও একবার আরসিবির প্লেয়িং ইলেভেনে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েলকে। এবারের আইপিএল একেবারেই ভাল যায়নি ম্যাক্সির। ফলে ম্যাক্সওয়েলের কাছে ফের সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে নিজের সবথেকে বড় ভুল জানালেন গম্ভীর! এখন আফশোস করছেন কেকেআর মেন্টর
এক ঝলকে দেখে সিএসকের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, মহিপাল লোমরোর, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নিল সিং, করণ শর্মা, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন।