TRENDING:

‘ধর্ষণ’ নিয়ে মন্তব্যের জের, গুডউইল অ্যাম্বাসাডরের পদ হারাচ্ছেন সলমন ?

Last Updated:

বেফাঁস মন্তব্য করে নিজেকেই বেকায়দায় ফেলে দিয়েছেন সুপারস্টার সলমন খান ৷ এর জেরে হাতছাড়া হতে পারে তাঁর অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডরের পদও !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:   রিও অলিম্পিকে তাঁর দেশের গুডউইল অ্যাম্বাসাডর বাছাই হওয়া নিয়ে কম সমালোচনা হয়নি ৷ সব ক্রীড়াব্যক্তিদের পিছনে ফেলে তাঁকেই প্রথম রিও-র গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷ এই বিতর্কে ফিল্ম দুনিয়ার লোকজন থেকে আরও অনেকই ‘দাবাং ভাই’-এর পাশে দাঁড়িয়েছিলেন ৷ কিন্তু এবার নিজেই একটা বেফাঁস মন্তব্য করে নিজেকেই বেকায়দায় ফেলে দিয়েছেন সুপারস্টার সলমন খান ৷ এর জেরে হাতছাড়া হতে পারে তাঁর অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডরের পদও ! এমনটাই গুঞ্জন এখন দেশের ক্রীড়ামহলে ৷
advertisement

তাঁর নিজের ছবি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে ‘ধর্ষণ’ নিয়ে মন্তব্য করে এখন বেকায়দায় সলমন ৷ এর জন্য বাবা সেলিম খানও ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন ৷ কিন্তু তাতেও অবস্থার সেভাবে কোনও উন্নতি হয়নি ৷ ধর্ষণ নিয়ে এই মন্তব্যের জন্য এখন গোটা দেশ সলমনের বিরোধীতা করছে ৷ পিছিয়ে নেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনও ৷ যদি সলমন তাঁর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে তাঁর গুডউইল অ্যাম্বাসাডরের পদ কেড়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইওএ-র পক্ষ থেকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ভারতের রিও অলিম্পিকের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তা জানিয়েছেন, এই ধরণের মন্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করে ৷ তিনি বলেন, ‘‘ নিজের শ্যুটিং শেডিউলের বর্ণনা দিতে গিয়ে সলমনের কখনই এধরণের উদাহরণ দেওয়া উচিৎ হয়নি ৷ ও অন্য অনেক উদাহরণ দিতে পারত ৷ এভাবে মন্তব্য করে উনি দেশের ক্রীড়া মহলকেও অপমান করেছেন ৷ অলিম্পিকে এই মন্তব্যের খারাপ প্রভাব পড়বে ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
‘ধর্ষণ’ নিয়ে মন্তব্যের জের, গুডউইল অ্যাম্বাসাডরের পদ হারাচ্ছেন সলমন ?