তাঁর নিজের ছবি নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে ‘ধর্ষণ’ নিয়ে মন্তব্য করে এখন বেকায়দায় সলমন ৷ এর জন্য বাবা সেলিম খানও ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন ৷ কিন্তু তাতেও অবস্থার সেভাবে কোনও উন্নতি হয়নি ৷ ধর্ষণ নিয়ে এই মন্তব্যের জন্য এখন গোটা দেশ সলমনের বিরোধীতা করছে ৷ পিছিয়ে নেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনও ৷ যদি সলমন তাঁর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে তাঁর গুডউইল অ্যাম্বাসাডরের পদ কেড়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে আইওএ-র পক্ষ থেকে ৷
advertisement
ভারতের রিও অলিম্পিকের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তা জানিয়েছেন, এই ধরণের মন্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট করে ৷ তিনি বলেন, ‘‘ নিজের শ্যুটিং শেডিউলের বর্ণনা দিতে গিয়ে সলমনের কখনই এধরণের উদাহরণ দেওয়া উচিৎ হয়নি ৷ ও অন্য অনেক উদাহরণ দিতে পারত ৷ এভাবে মন্তব্য করে উনি দেশের ক্রীড়া মহলকেও অপমান করেছেন ৷ অলিম্পিকে এই মন্তব্যের খারাপ প্রভাব পড়বে ৷ ’’