২০১৯ বিশ্বকাপে শেষবার খেলার পর তিনি এখন কুড়ি ওভারের ম্যাচে ফিনিশার হিসেবে খেলতে পছন্দ করছেন। জাতীয় দলে এই দায়িত্বে তিনি ফিরতে চান। কার্তিক ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৩২টি টি টোয়েন্টি খেলেছেন ইন্ডিয়ার জার্সিতে। এখন ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল খেলেন নিয়মিত ভাবে। সম্প্রতি হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিজয়ী দল তামিলনাড়ুতে ছিলেন তিনি। রাজ্যের হয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছন।
advertisement
ফাইনালে ১০৩ বলে ১১৬ রান করে নিজের দক্ষতা সেখানে প্রমাণ করেন তিনি। চাপের মুখে দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এখনও তার মধ্যে বর্তমান।বর্তমান ভারতীয় দলে সবথেকে বড় সমস্যা মিডল অর্ডারে বড় ফিনিশারের। হার্দিক পান্ডিয়ার বারবার চোট পাওয়ার জন্য দলে ওই জায়গাটা পূরণ করার জন্য দক্ষ প্লেয়ার খুঁজছে নির্বাচকরা। ডাক পেলে সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকছেন তিনি।
দেশের জন্য সবকিছু করতে রাজি এবং সেটাই তার অন্তিম লক্ষ্য বলে জানালেন তিনি। এখন যে পদক্ষেপ নিচ্ছেন সেটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আগামী তিন বছর তিনি এই খেলার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে চান। এই জন্য তিনি সৈয়দ মুস্তাক আলি সিরিজ, রঞ্জি, বিজয় হাজারে ট্রফি এবং আইপিএলে নিয়মিত অংশগ্রহণ করেন। সারাক্ষণ প্রশিক্ষণ এবং অনুশীলনের মধ্যে রাখেন নিজেকে।
তার এখন আসল লক্ষ্য দেশের জার্সিতে টি টোয়েন্টি খেলা। এই বছরের শেষেরদিকে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ আসতে চলেছে এবং সেখানে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য তিনি নিজেকে তৈরি করছেন। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে তার প্রদর্শন বেশ ভালই ছিল। এছাড়াও তিনি ম্যাচে ধারাভাষ্যও দিচ্ছেন সম্প্রতি, কিন্তু তিনি ক্রিকেটেই যুক্ত থাকতে চান এখন। অবসরের পর ধারাভাষ্য দেওয়াটাই তার মুখ্য পেশা হবে বলে জানালেন দীনেশ কার্তিক।