রাজস্থান রয়্যালস শনিবার জানিয়েছে, রাহুল দ্রাবিড় প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কাঠামোগত পর্যালোচনার আওতায় ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও দলের হেড কোচ সেই দায়িত্ব নিতে রাজি হননি।
ভারতীয় ক্রিকেট দল তাঁর কোচিংয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। রাহুল দ্রাবিড় এর পর আইপিএল ২০২৫-এর আগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে যুক্ত হন। রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তিনি পদত্যাগ করেন। দ্রাবিড়ের হঠাৎ ইস্তফার কারণে অনেক জল্পনা-কল্পনা চলছে। তবে একটি রিপোর্টে এই নিয়ে বড় দাবি করা হয়েছে।
advertisement
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, রাহুল দ্রাবিড় হঠাৎ করে ফ্র্যাঞ্চাইজি ছাড়েননি। আইপিএল ২০২৫-এর পরে তাঁর এবং ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়। রিপোর্ট অনুযায়ী, জুলাই মাস থেকেই দ্রাবিড় ও রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা চলছিল। ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বদালে, যিনি দ্রাবিড়কে রাখার পক্ষপাতী ছিলেন, তাঁকে একটি অন্য ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেননি।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটে আবার ‘প্রশাসক’ সৌরভের উত্থান! ইস্টবেঙ্গলের সমর্থন আছে, ঘোষণা নীতুর
রিপোর্ট অনুযায়ী, সঞ্জু স্যামসন ও কোচের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। সঞ্জু কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তবে সেগুলোর সঙ্গে রাহুল দ্রাবিড়ের কোনও সরাসরি সম্পর্ক ছিল না। রিপোর্টে দাবি করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির মধ্যে অধিনায়কত্ব নিয়ে মতবিরোধ হয়।
রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরে তিনটি ভিন্নমত দেখা যায়—একটি গোষ্ঠী রিয়ান পরাগকে অধিনায়ক হিসেবে তুলে ধরতে চেয়েছিল। অন্য একটি গোষ্ঠী ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যশস্বী জয়সওয়ালের পক্ষে ছিল। তৃতীয় গোষ্ঠী বর্তমান অবস্থা বজায় রাখতে চেয়েছিল এবং সঞ্জু স্যামসনের সঙ্গেই এগিয়ে যেতে চেয়েছিল।
রাহুল দ্রাবিড়ের পদত্যাগের পেছনে আইপিএল ২০২৫-এর সময় খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে মতানৈক্য একটি বড় কারণ হতে পারে। গত মৌসুমে এমন একাধিক খবরে দাবি করা হয়েছিল যে রাজস্থান রয়্যালসের অনেক খেলোয়াড় দল পরিচালনার প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর একটি কারণ ছিল রিয়ান পরাগকে অধিনায়ক হিসেবে নিয়োগ করা। আইপিএল ২০২৫-এর সময় রাহুল দ্রাবিড় পায়ে চোট থাকা সত্ত্বেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছিলেন।