সৌরভ গঙ্গোপাধ্যায় ফের বিসিসিআই সভাপতি হতে পারেন বলে মনে করা হচ্ছিল। এদিকে ঘোরাফেরা করছিল কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের নামও। তবে শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটারের কেউই বিসিবিআই সভাপতি হচ্ছেন না বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। ভারতের জার্সিতে মাঠে না নামলেও ঘরোয়া ক্রিকেটে অতিপরিচিত নাম মিঠুন মানহাস। চুটিয়ে আইপিএল-ও খেলেছিলেন একসময়। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলতেন দিল্লির হয়ে। দু’বছর তিনি জম্মু ও কাশ্মীরের হয়েও খেলেছেন। এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিল, পুনে ওয়ারিয়র, চেন্নাই সুপারকিংসে খেলেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১১ রান আছে তাঁর। আইপিএলে ৫৫ ম্যাচে ৫১৪ রান করেছিলেন তিনি। এছাড়া ভারতীয় এ দলে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন তিনি।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 9:01 AM IST