পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আক্রম এবার এই প্রসঙ্গে মুখ খুললেন। অনেক ব্যাটার বলেছেন, আক্রমকে খেলা ছিল বড়সড় পরীক্ষায় বসার মতো ব্যাপার। সেই আক্রম এবার বললেন, ”জসপ্রিত বুমরাহ দুর্দান্ত পেসার। ওর বোলিং অ্যাকশন অদ্ভুত। তবে ওর বলে গতি রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে ওরা বুমরাহকে ঠিকমতো ম্যানেজ করেছে। নব্বইয়ের দশক আর এখনকার ক্রিকেটের মধ্যে কোনও তুলনাই হয় না। আর তাছাড়া বুমরাহ ডান হাতি বোলার। আর আমি বাঁ হাতি। আমি বা বুমরাহ তো নিজেদের মধ্যে লড়াই করছি না। সোশ্যাল মিডিয়ায় লোকজন আমাদের নিয়ে লড়ে যাচ্ছে। বুমরাহ আধুনিক ক্রিকেটের গ্রেট। আমি আমার সময়ে সেরা ছিলাম।”
advertisement
প্রসঙ্গেত, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর এবার এশিয়া কাপ নিয়েও মুখ খুললেন আক্রম।
আরও পড়ুন- ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের! এবার এশিয়া কাপ চলাকালীন যা হবে, আগে কোনওদিন ঘটেনি
ভারত-পাক ম্যাচ নিয়ে ওয়াসিম আক্রম বলছেন, ”এই ম্য়াচ সব সময় হাইভোল্টেজ। এই ম্য়াচ রোমহর্ষক হবে বলেই আমার মনে হয়। দু’দেশের সমর্থকদের কাছে অনুরোধ তারা যেন সীমা অতিক্রম না করে। শৃঙ্খলাপরায়ণ থাকাটা বড় ব্যাপার।