TRENDING:

Anush Agarwalla: সোনা জিতলেন দেশের হয়ে, সেই অনুশ কলকাতারই ছেলে! লড়াই ছিল কঠিন

Last Updated:

Anush Agarwalla: ২০২৩ সালের এশিয়ান গেমসে ফের একবার অশ্বারোহনে সোনা জিতল ভারতীয় দল। আর ভারতের সোনা জয়ী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কলকাতার বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেষবার ইকুয়েস্ট্রিয়ানে এশিয়ান গেমসে ভারত সোনা জিতেছিল ১৯৮২ সালে। মাঝে ৪১ বছরের খরা। ২০২৩ সালের এশিয়ান গেমসে ফের একবার অশ্বারোহনে সোনা জিতল ভারতীয় দল। আর ভারতের সোনা জয়ী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কলকাতার বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল। ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ ইভেন্টে সোনা জিতে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। একইসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন তাঁর আগামি লক্ষ্য।
অনুশ আগরওয়াল
অনুশ আগরওয়াল
advertisement

যে বয়সে সবাই বাবা-মায়ের আঙুল ধরে হাঁটে সেই বয়স থেকেই ঘোড়ার সঙ্গে প্রেম। প্রথম ঘোড়ায় চড়েছিলেন ৩ বছর বয়সে। সেই সময় টালিগঞ্জ ক্লাবে গিয়েছিলেন বাবার সঙ্গে। সেখানেই প্রথম ঘোড়সওয়ারি করেছিলেন। প্রফেশনাল ট্রেনিং শুরু করেছিলেন আট বছর বয়সে। নিজের নেশাকে পেশা বানানোর সিদ্ধান্ত নিয়ে নেন অনুশ আগরওয়াল। তবে পড়াশোনা ও অনুশীলন দুটিই মনোযোগ সহকারে চালিয়ে যান।

advertisement

অল্প সময়েই অশ্বারোহনে পারদর্শী হয়ে ওঠে অনুশ আগরওয়াল। পরে আরও ভাল ট্রেনিং করতে দিল্লি পারি দিয়েছিলেন তিনি। সেখানে ট্রেনিং নেওয়ার পর বিদেশেও যান। জার্মানিতেও অনুশীলন করে নিজেকে আরও দক্ষ করে তোলেন। আর নিজের অধ্যাবসায় ও দক্ষতার জেরেই ২০২৩ এশিয়ান গেমসে কলতাকার ছেলের গলায় উঠল গোল্ড মেডেল।

মঙ্গলবার ভারতীয় দল ২০৯.২০৫ এর মোট স্কোর নিয়ে টিম ড্রেসেজ ইভেন্টে শীর্ষে ছিল। চিন ২০৪.৮৮২ স্কোর নিয়ে রুপো এবং হংকং ২০৪.৮৫২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। দলগত বিভাগে ই সোনা জয়ে অনুশ আগরওয়ালের সঙ্গে রয়েছেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া। এশিয়ান গেমসের ইতিহাসে অশ্বারোহনে এটি ভারতের তৃতীয় সোনার পদক।

advertisement

আরও পড়ুনঃ India vs Australia 3rd ODI: একসঙ্গে ৭ পরিবর্তন! বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ভারতের একাদশে মহাচমক? রইল সম্ভাব্য দল

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, গত অলিম্পিকে একটু জন্য ছাড়পত্র পাননি অনুশ। টোকিও যাওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল তাঁর। এবার এশিয়ান গেমসে সোনা জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। প্যারিস অলিম্পিকেও যাওয়া ও সেখানে পদক জয়ই এখন তাঁর পাখির চোখ বলে জানিয়েছেন অনুশ আগরওয়াল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Anush Agarwalla: সোনা জিতলেন দেশের হয়ে, সেই অনুশ কলকাতারই ছেলে! লড়াই ছিল কঠিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল