১৬ নভেম্বর ম্যাচের প্রথম দিন থেকেই বোলারদের দাপট স্পষ্ট ছিল। দুই দলের মোট ১৫ উইকেট পড়ে যায় দিনের শেষে। শুরুটা হয় সার্ভিসেস ব্যাটিং দিয়ে। হরিয়ানার পেসারদের দাপটে ২০৫ রানে শেষ হয় সার্ভিসেসের ইনিংস। কিন্তু তখনও অনেকেই ভাবেননি ম্যাচের পরের দিন ঘটবে অবাক কাণ্ড। এক রানও না দিয়ে ৫ উইকেট শিকার করেন অমিত শুক্লা।
advertisement
মাত্র ছয় ওভারে মাত্র এক রান খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের মোড় বদলে দেন। আশ্চর্যের বিষয়, পাঁচটি উইকেট তোলার সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা তার বিপক্ষে একটি রানও তুলতে পারেননি। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে কোনো স্পিনারের এমন দাপট দেখা যায়নি। এমন পারফরম্যান্স করে ইতিহাসের পাতায় নাম লেখালেন অমিত শুক্লা।
উত্তরপ্রদেশের ফৈজাবাদের এই তরুণ স্পিনারের বয়স মাত্র ২২। ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অমিত এখন পর্যন্ত সাত ম্যাচে ৩২ উইকেট সংগ্রহ করেছেন। তার ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যে নির্বাচকদের নজর কেড়েছে। তার সেরা বোলিং ফিগার ৭/৬৫ এই স্পেল নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
আরও পড়ুনঃ ইডেনে প্রথম টেস্ট হারের জের! ভারতীয় দলকে ‘শাস্তি’ দিলেন কোচ গম্ভীর! নিলেন কঠিন সিদ্ধান্ত
অমিত শুক্লা ১৪ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলেননি। পরে লখনউতে ইন্ডিয়ান আর্মির মাঠে তিনি আবার প্র্যাকটিস শুরু করেন। তাঁর বাবা নিজেও সেনা জওয়ান, যিনি ছেলের ক্রিকেটার হওয়ার পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অমিত শুক্লা যখন ১৮ বছর বয়সী, তখন তিনি মডেলিংয়ের অফারও পেয়েছিলেন, কিন্তু তিনি ক্রিকেটকেই বেছে নেন। বর্তমানে নির্বাচকদের নজরে এই তরুণ স্পিনার।
