হেলিকপ্টার শট মেরেই বায়োস্কোপে তাঁর বায়োপিক বক্স অফিস জিতেছে। কিন্তু রিয়াল লাইফে বাইশ গজে কী ধোনির হাত থেকে ফুরিয়ে গিয়েছে ট্রেডমার্ক হেলিকপ্টার শট ? রবিবার মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তাঁর আগে একটাই প্রশ্ন ফিনিশার ধোনি কি তাহলে শেষ হয়ে গিয়েছেন ?
বিশেষ করে কোটলা পরবর্তী সময়ে এই প্রশ্নটা আরও প্রকট হচ্ছে। টার্গেট ২৪৩। অনেকেই মনে করেছিলেন, টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট টিম ইন্ডিয়ার কাছে তা ছিল জল-ভাত। তাই বিরাট আউটের পরেও দেশ তাকিয়ে ছিল অধিনায়ক ধোনির দিকে। পাঁচ বছর আগেও তাঁর ব্যাট থেকে যে ঝলক দেখা যেত, তা-ও এখন ফিকে। কিন্তু কেন ? এই প্রশ্নটাই তুলছেন বিশেষজ্ঞরা। কেন নিজের স্বাভাবিক খেলা ছেড়ে বেশি সতর্ক হচ্ছেন ধোনি ? এই বদল কী মসনদ হারানোর ভয়ে ? ভারতীয় ক্রিকেটে বিরাট ঝড় চলছে। যে ঝড়ে গ্রাস হতে পারেন তিনিও। তাতেই কী কুঁকড়ে যাচ্ছেন মাহি। দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের কী হল ? এত প্রশ্নের পরেও কুম্বলের আস্থা রয়েছে। ধোনি ফিরবেন, নিজের মেজাজেই। মোহালির টসের আগে দাবি ভারতীয় কোচের।
advertisement