TRENDING:

ICC ODI Cricket World Cup 2023: অনলাইনে কীভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট, বুকিংয়ের তারিখ-পদ্ধতি-দাম, রইল বিস্তারিত

Last Updated:

ICC ODI Cricket World Cup 2023: ২৫ অগাস্ট থেকেই বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন। কিন্তু কীভাবে টিকিট কাটবেন তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। কী রয়েছে আইসিসির নিয়ম তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেকের মনেই। এই প্রতিবেদনে বিশ্বকাপের টিকিট কাটতে হলে কী কী করণীয় যাবতীয় তথ্য তুলে ধরা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বকাপের দিন যতই এগিয়ে আসছে ততই ক্রিকেট প্রেমিদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়ছে। ১২ বছরের পর দেশের মাটিতে আরও একবার ভারতের বিশ্বকাপ জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। এক দশক ধরে টিম ইন্ডিয়া কোনও আইসিসি ট্রফি না জেতায় এবার ঘরের মাঠে ভারতীয় দলকে ঘির প্রত্যাশাও অনেক ক্রিকেট প্রেমিদের মধ্যে। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় তা মাঠে গিয়ে দেখার জন্য টিকিটের ব্যপক চাহিদা তৈরি হয়েছে।
পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে।
পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে।
advertisement

তবে এবার আইসিস টিকিট কাটার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। সব টিকিট অনলাইনে কাটতে হবে। তবে মাঠে প্রবেশ করতে হবে টিকিটের হার্ড কপি নিয়ে। ২৫ অগাস্ট থেকেই বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন। কিন্তু কীভাবে টিকিট কাটবেন তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। কী রয়েছে আইসিসির নিয়ম তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেকের মনেই। এই প্রতিবেদনে বিশ্বকাপের টিকিট কাটতে হলে কী কী করণীয় যাবতীয় তথ্য তুলে ধরা হল।

advertisement

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ | ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ | বিশ্বকাপ ২০২৩

কীভাবে পাবেন বিশ্বকাপের টিকিট: আইসিসি ধাপে ধাপে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা অতীতে কখনও হয়নি। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ফিজিক্যাল টিকিট নিয়ে মাঠে ঢুকতে হবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। আইসিসি জানিয়েছে, টিকিট কাটার জন্য সবার আগে নাম রেজিস্টার করতে হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ ওয়েবসাইটে। যদি একটি ম্যাচে নির্ধারিত টিকিটের চেয়ে বেশি আবেদন জমা পড়ে তাহলে লটারি হবে।

advertisement

টিকিট বুকিং করার পদ্ধতি ও দাম: ফ্যানেরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন বা রেজিস্ট্রেশন উইন্ডোতে যেতে প্রতিবেদনে লিঙ্কে ক্লিক করতে পারেন। সেখানে তাদের প্রথমে নাম, তারপর ইমেল আইডি, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ এবং ঠিকানা দিতে হবে। তারপরে তাদের সেই শহর বা শহরগুলিকে নির্বাচন করতে হবে যেখানে তারা ম্যাচগুলিতে দেখতে করতে আগ্রহী এবং তারা যে দলগুলির টিকিট কিনতে আগ্রহী তাও নির্বাচন করতে হবে৷ সব জায়গা পূুরণ করার পর সাবমিট করে দিন। এখনও পর্যন্ত যা খবর তাতে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম হবে। লিঙ্কটি হল- https://www.cricketworldcup.com/register

advertisement

আরও পড়ুনঃ What is the difference between jam and jelly: জ্যাম ও জেলির মধ্যে পার্থক্য কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কবে কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে: ২৫ অগাস্ট ভারত ব্যতীত অন্য ওয়ার্ম আপ ম্যাচ এবং বিশ্বকাপের অন্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ অগাস্ট ভারতীয় দলের দুটি ওয়ার্ম আপ ম্যাচের। ৩১ অগাস্ট বিশ্ব কাপে ভারতের তিনটি ম্যাচের টিকিট বিক্রি হবে। যে ম্যাচ গুলি হবে চেন্নাই, দিল্লি ও পুনে। ১ সেপ্টেম্বর ধর্মশালা, লখনউ , মুম্বইতে ভারতের ম্যাচের জন্য। ২ সেপ্টেম্বর টিকিট পাওয়া যাবে বেঙ্গালুরু ও কলকাতার। ভারত পাকিস্তান ম্যাচটি হবে ১৪ অক্টোবর আহমেদাবাদে। তার টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বুকিং করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC ODI Cricket World Cup 2023: অনলাইনে কীভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট, বুকিংয়ের তারিখ-পদ্ধতি-দাম, রইল বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল