তবে এবার আইসিস টিকিট কাটার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। সব টিকিট অনলাইনে কাটতে হবে। তবে মাঠে প্রবেশ করতে হবে টিকিটের হার্ড কপি নিয়ে। ২৫ অগাস্ট থেকেই বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন। কিন্তু কীভাবে টিকিট কাটবেন তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। কী রয়েছে আইসিসির নিয়ম তা নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেকের মনেই। এই প্রতিবেদনে বিশ্বকাপের টিকিট কাটতে হলে কী কী করণীয় যাবতীয় তথ্য তুলে ধরা হল।
advertisement
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ | ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ | বিশ্বকাপ ২০২৩
কীভাবে পাবেন বিশ্বকাপের টিকিট: আইসিসি ধাপে ধাপে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা অতীতে কখনও হয়নি। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ফিজিক্যাল টিকিট নিয়ে মাঠে ঢুকতে হবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। আইসিসি জানিয়েছে, টিকিট কাটার জন্য সবার আগে নাম রেজিস্টার করতে হবে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ ওয়েবসাইটে। যদি একটি ম্যাচে নির্ধারিত টিকিটের চেয়ে বেশি আবেদন জমা পড়ে তাহলে লটারি হবে।
টিকিট বুকিং করার পদ্ধতি ও দাম: ফ্যানেরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন বা রেজিস্ট্রেশন উইন্ডোতে যেতে প্রতিবেদনে লিঙ্কে ক্লিক করতে পারেন। সেখানে তাদের প্রথমে নাম, তারপর ইমেল আইডি, যোগাযোগ নম্বর, জন্ম তারিখ এবং ঠিকানা দিতে হবে। তারপরে তাদের সেই শহর বা শহরগুলিকে নির্বাচন করতে হবে যেখানে তারা ম্যাচগুলিতে দেখতে করতে আগ্রহী এবং তারা যে দলগুলির টিকিট কিনতে আগ্রহী তাও নির্বাচন করতে হবে৷ সব জায়গা পূুরণ করার পর সাবমিট করে দিন। এখনও পর্যন্ত যা খবর তাতে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম হবে। লিঙ্কটি হল- https://www.cricketworldcup.com/register ।
কবে কোন ম্যাচের টিকিট পাওয়া যাবে: ২৫ অগাস্ট ভারত ব্যতীত অন্য ওয়ার্ম আপ ম্যাচ এবং বিশ্বকাপের অন্য ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ অগাস্ট ভারতীয় দলের দুটি ওয়ার্ম আপ ম্যাচের। ৩১ অগাস্ট বিশ্ব কাপে ভারতের তিনটি ম্যাচের টিকিট বিক্রি হবে। যে ম্যাচ গুলি হবে চেন্নাই, দিল্লি ও পুনে। ১ সেপ্টেম্বর ধর্মশালা, লখনউ , মুম্বইতে ভারতের ম্যাচের জন্য। ২ সেপ্টেম্বর টিকিট পাওয়া যাবে বেঙ্গালুরু ও কলকাতার। ভারত পাকিস্তান ম্যাচটি হবে ১৪ অক্টোবর আহমেদাবাদে। তার টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বুকিং করা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে।