কোহলি তিনটি ম্যাচে মোট ২৪০ রান সংগ্রহ করেন। অন্যদিকে, রোহিত শর্মা এই তিন ম্যাচে যথাক্রমে ২৬, ২৪ ও ১১ রান করেন। তার পারফরম্যান্স তুলনামূলকভাবে অনেকটাই খারাপ। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ হারল। এই ফলাফলের মাধ্যমে দেখা গেল যে ব্যাটিংয়ে দল এখনও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি।
এই দুই তারকা ক্রিকেটার আগামী চার মাস ভারতের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। তারা আর টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেন না। এছাড়া, এপ্রিল ও মে মাসে আইপিএল চলবে, তাই তখনও ভারত আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু় এবং রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন।
advertisement
জুলাই ২০২৬-এ ভারত ইংল্যান্ড সফরে যাবে। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলা হবে। ওডিআই ম্যাচগুলি হবে বার্মিংহাম, কার্ডিফ এবং লর্ডসে। যদি কোহলি ও রোহিত তখনও ওডিআই খেলেন, তবে তারা দলের হয়ে অংশ নেবেন। এছাড়া, এফটিপি অনুযায়ী জুনে আফগানিস্তানের সঙ্গে ওডিআই এবং টেস্ট সিরিজের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ Virat Kohli: দল হারলেও কোহলির ব্যাটে জোড়া বিশ্বরেকর্ড, সচিনের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট
ইংল্যান্ড সফরের পরে ভারত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওডিআই খেলবে এবং নিউজিল্যান্ড সফরে তিনটি আরও ওডিআই খেলা হবে। এছাড়াও, ডিসেম্বর ২০২৬-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এই সিরিজগুলো ভারতের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।
