তৃতীয় টেস্টে লর্ডসে বুমরাহ দলে ফিরে এসে অসাধারণ পারফরম্যান্স করেন। তিনি সিরিজে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তার সেই কৃতিত্ব ভারতীয় দলের জয় এনে দিতে পারেনি। এতে প্রশ্ন উঠেছে, বুমরাহকে নিয়মিত খেলানো কি দলের পক্ষে লাভজনক, না কি তার অনুপস্থিতিতে দল আরও ভারসাম্যপূর্ণ?
ভারতীয় কোচ গৌতম গম্ভীর সফরের শুরুতেই জানিয়েছিলেন, বুমরাহকে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলানো হবে। ইতিমধ্যে তিনি দুটি ম্যাচ খেলেছেন। ফলে তিনি হয় চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন, নয়তো পঞ্চম টেস্টে ওভালে। তবে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড মনে করেন, পরিস্থিতির উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
advertisement
লয়েডের মতে,”যদি ভারত চতুর্থ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারে, তাহলে বুমরাহকে ওভালেও খেলানো হতে পারে। তবে যদি ইংল্যান্ড সিরিজে ৩-১ এগিয়ে যায়, তাহলে তাকে বিশ্রামে রাখা হতে পারে”। তিনি আরও বলেন,”বুমরাহ বিশ্বের সেরা বোলারদের একজন হলেও তার খেলা ম্যাচে ভারতের হার বেশি—এ তথ্য সত্যিই বিস্ময়কর”।
এখন প্রশ্ন, সিরিজে টিকে থাকার লড়াইয়ে ভারত কি তাদের সেরা বোলারকে ঝুঁকি নিয়ে খেলাবে, না কি ভবিষ্যতের কথা ভেবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টকেই অগ্রাধিকার দেবে? সিদ্ধান্ত যাই হোক, পরবর্তী ম্যাচই নির্ধারণ করবে ভারতের সিরিজ ভাগ্য।