টিম ইন্ডিয়া সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে পরাজিত করেছিল। এবার সোনার পদকের আশায় নামবেন ভারতের মেয়েরা। অন্যদিকে, অস্ট্রেলিয়া সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বার্মিংহামের এজবাস্টনে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। হরমনপ্রীত কউরের নেতৃত্বে টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ইতিহাস গড়তে পারে। কারণ এবারই প্রথম মহিলাদের ক্রিকেট জায়গা পেয়েছে কমনওয়েলথ গেমসে। আর প্রথমবারই সোনা জিততে কে না চায়!
advertisement
আরও পড়ুন- Ravi Dahiya : কুস্তিতে সোনার ঝড় ভারতের ! রবি, ভিনিশ এবং নবীন কুমার ইতিহাস লিখলেন
ভারতীয় দলের ব্যাটিংয়ে অন্।তম ভরসা ওপেনার স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, হরমনপ্রীত কউর এবং জেমিমা রদ্রিগেজকেও আজ বাড়তি দায়িত্ব নিতে হবে।
বোলিংয়ে স্নেহ রানা এবং মেঘনা সিংয়ের দিকে নজর থাকবে সমর্থকদের। টিম ইন্ডিয়া গেমসের সেমিফাইনালে ১৬৪ রান করেছিল। বোলাররা সেই ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসের মহিলা ক্রিকেট ইভেন্টের ফাইনাল কবে খেলা হবে?
* রবিবার (৭ আগস্ট) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসের মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সোনার পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটের ফাইনাল ম্যাচ কোথায় হবে?
* ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনাল ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটের ফাইনাল ম্যাচটি কোন সময়ে অনুষ্ঠিত হবে?
* ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে। টস হবে রাত ৯টায়।
কমনওয়েলথ গেমসে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট গোল্ড মেডেল ম্যাচের সরাসরি সম্প্রচার কোথায় দেখবেন?
* সোনি নেটওয়ার্কে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমস মহিলা ক্রিকেট সোনার পদকের ম্যাচ দেখতে পাবেন।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসের মহিলা ক্রিকেট ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?
* সোনি লাইভ অ্যাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।