পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং মহাম্মদ ইউনুস আগেই এই কথা ফাঁস করে দিয়েছিলেন। কিন্তু তাদের সব স্বপ্ন সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। হারার পরও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রফি নিয়ে চলে যান।
এশিয়া কাপ ট্রফি নিয়ে ব্যাপক নাটক দেখা গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত বয়কট নীতি বজায় রেখেছে। ফাইনালে মহসিন নকভীর কাছ থেকে ট্রফি নিতে স্পষ্টভাবে অস্বীকার করে ভারত। নির্লজ্জ নকভীও নিজের জেদে অটল ছিলেন। ট্রফি নিয়ে চলে যান। তবে ট্রফি না থাকলেও টিম ইন্ডিয়া জয়ের উচ্ছ্বাসে কোনও কমতি থাকেনি।
advertisement
ফাইনালের আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং মহম্মদ ইউনুস বলেছিলেন, যদি পাকিস্তান এশিয়া কাপ জেতে, তা হলে তারা এশিয়া কাপ ট্রফি পাকিস্তান বিমানবাহিনীকে উৎসর্গ করবে। আফ্রিদি আরও জানান, তিনি খেলোয়াড়দের এই বড় ম্যাচের জন্য উদ্বুদ্ধ করার আশায় এই পরামর্শ দিয়েছিলেন।
এশিয়া কাপ জেতে ভারত। এর পর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তাঁর গোটা এশিয়া কাপের ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেন। পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আঘা তাঁকে নকল করেন। ম্যাচের পর প্রেস কনফারেন্সে তিনি বলেন, “আমরা একটি দল হিসেবে আমাদের ম্যাচ ফি তাদের দান করছি, যারা ভারতীয়দের হামলায় প্রাণ হারিয়েছেন এবং সেইসব শিশুদের জন্য যারা এতে প্রভাবিত হয়েছে।”
আরও পড়ুন- কেরালার কথাকলি থেকে বিষ্ণুপুরের মাতৃমন্দির! শহরের পুজোকে টেক্কা দিচ্ছে মেদিনীপুরের ২ মণ্ডপ
ফাইনালে হারের পর পাকিস্তান শিবির থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য আসতে শুরু করে। ভারতীয় দলের জয় যেখানে মাঠে প্রমাণিত হয়েছে, সেখানে পাকিস্তানের পক্ষ থেকে বারবার কথার যুদ্ধেই লড়াই চালানোর চেষ্টা করা হয়েছে।