TRENDING:

কেকেআর-এ বাংলার ক্রিকেটারদের স্থান কি এখন শুধুই নেটে ?

Last Updated:

কেকেআর-এ কোথায় কলকাতা ? আইপিএলে ব্রাত্য বাংলার সুদীপ চট্টোপাধ্যায়ের মত তারকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেকেআর-এ কোথায় কলকাতা ? আইপিএলে ব্রাত্য বাংলার সুদীপ চট্টোপাধ্যায়ের মত তারকা। আক্ষেপ ভুলতে নিজেকেই স্তোকবাক্য। মাঠে নয়, নেটেই ঠাঁই সায়নের। ফ্র্যাঞ্চাইজির দিকে আঙুল তুলেছেন বাংলার প্রাক্তনরা।
advertisement

মুখে বলেন। কিন্তু কাজে ? উল্টো ছবি। সেই পুরনো বিতর্ক। এই কেকেআর কতটা কলকাতার! নদিয়ার সায়ন ঘোষ আছেন। তবে ম্যাচে নয়, শুধু নেটে। মুম্বই-দিল্লি যখন নীতিশ রানা, সঞ্জু স্যামসনের মত ভূমিপুত্রে আস্থা রাখে, গোয়েঙ্কার পুণে যখন নাইটদের বাতিল মনোজকে ডেকে নেয়, তখন রাইডার্সের দিল্লিওয়ালা টিম ম্যানেজমেন্ট সূর্য যাদবদের খেলিয়ে যায় ম্যাচের পর ম্যাচ। বাংলার প্রতিভা নেই ? রঞ্জি-দলীপের ধারাবাহিকতার পরেও বরাদ্দ শুধু অবহেলা। কেন ব্রাত্য থেকে যান বারাসতের সুদীপ চাটুজ্জেরা ?

advertisement

কারণ অজানা সুদীপের কাছেও। হতাশা ভুলতে নিজেকে স্তোকবাক্য শোনান, আরও ভাল করতে হবে।

অতীতে সায়নশেখর, বীরপ্রতাপরা নিঃশব্দে বাতিল হয়েছেন। সায়নেরও কি একই পরিণতি ? ইডেনের গ্যালারিতে ঊষা উত্থপুরে ‘কলকাতা-কলকাতা’ গানটি রোজই বাজান ডিজে। তবু বাংলার ক্রিকেটকে তাড়া করে প্রশ্নটা। এই কেকেআরের ‘আমার শহর’ সত্যিই কলকাতা তো ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

রিপোর্টার: ঈরণ রায় বর্মন

বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআর-এ বাংলার ক্রিকেটারদের স্থান কি এখন শুধুই নেটে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল