TRENDING:

Kid Footballer: বয়স সবে ১০, লক্ষ্য সুনীল ছেত্রী, সৃজিতের ফুটবল স্কিল দেখলে চমকে যাবেন!

Last Updated:

West Medinipur 10 years old Kid Footballer: জঙ্গলমহলের এই খুদের প্রতিভা, জাগলিংয়ের স্কিল এবং তার দক্ষতা অবাক করবে সকলকে। জঙ্গলমহল থেকে ফুটবলে আগামী ভবিষ্যৎ সৃজিত মাহাতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: জাদু আছে তার দু’পায়ে। দশ বছর বয়সি রোগা পাতলা চেহারা, তবুও ৯০ মিনিট একাই দৌড়তে পারে গোটা মাঠে। যেমন তার ফুটবল স্কিল তেমনি জাগলিং-এ দক্ষ। সকাল হোক কিংবা সন্ধ্যা বুট পরে ফুটবল নিয়ে মাঠে নামে সে। দুর্দান্ত গতি এবং তার টেকনিক পরাজিত করে বিপক্ষ দলের ফুটবলারদের।
advertisement

অনুপ্রেরণা তার মামা পিন্টু মাহাতো, তবে লক্ষ্য সুনীল ছেত্রীর মতো ফুটবলার হওয়া। জঙ্গলমহলের এই বিস্ময় বালকের প্রতিভা চমকে দেবে আপনাকে। অনেকক্ষণ ধরেই দু-পায়ে বল নাচাতে পারে সে, সকাল হোক কিংবা সন্ধ্যা কখনও একা একা, আবার কখনও বড়দের সঙ্গে অনুশীলন করে সে।

আরও পড়ুন: প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলায় বড় স্বস্তি, ভুল প্রশ্নের উত্তরের নম্বর পাবেন সবাই! পর্যবেক্ষণ হাইকোর্টের

advertisement

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের এমনই এক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় সৃজিত মাহাতো। গ্রামেরই এক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র। সৃজিতের মামা পিন্টু মাহাতো একজন নামকরা ফুটবল প্লেয়ার, মামাকে দেখে ছোটবেলা থেকে ফুটবলের প্রতি নেশা। মামা বাড়িতে থেকে ফুটবলে অনুশীলন করে সে। ছোট থেকেই গ্রামের মাঠে প্র্যাকটিস করত। সম্প্রতি জিন্দালের ফুটবল কোচিং ক্যাম্পে অনুশীলন করে। তবে তার নিজস্বতা এবং তার স্কিল চমকে দেয় আর পাঁচজনকে। মাত্র ১০ বছর বয়সে তার ফুটবলের টেকনিক এবং গোটা মাঠ দাপিয়ে বেড়ানোর জন্য মিলেছে ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি।

advertisement

View More

আরও পড়ুন: ‘ইয়ে দোস্তি’ ছাড়তেই হল! প্রয়াত ধর্মেন্দ্র, ‘বীরু’কে শেষদেখা দেখতে গিয়ে চোখে জল ‘জয়’ অমিতাভের

পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের চাঁদড়ার ঢড়রাশোল এলাকায় বাড়ি ফুটবলার পিন্টু মাহাতোর। সেখানেই থাকে সৃজিত। বাড়ি ঝাড়গ্রাম জেলায় হলেও ছোটবেলা থেকেই ফুটবল খেলার কারণে মামা বাড়িতে মানুষ। বাবা পেশায় একজন বেসরকারি কোম্পানির কর্মী। তবে সম্পূর্ণ নিজের জেদে এবং ইচ্ছেতেই ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে সে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক টুর্নামেন্টে অংশ নিয়েছে, মিলেছে সফলতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স সবে ১০, লক্ষ্য সুনীল ছেত্রী, সৃজিতের ফুটবল স্কিল দেখলে চমকে যাবেন!
আরও দেখুন

ছোটবেলা থেকেই মামাকে দেখে তার খেলার শুরু। তার জীবনের লক্ষ্য সুনীল ছেত্রী মত ফুটবলার হয়ে দেশ ও দশের কাছে নাম করা। ছোটবেলা থেকেই বুট এবং ফুটবলে ভরসা। একদিকে টানা প্র্যাকটিস অন্যদিকে, ফুটবল নিয়ে গোটা মাঠে ৯০ মিনিট দৌড়তে পারে সে। ছোটদের তুলনায় বড়দের সঙ্গে ফুটবল খেলতে বেশি পছন্দ করে ছোট্ট সৃজিত। জঙ্গলমহলের এই খুদের প্রতিভা, জাগলিংয়ে স্কিল এবং তার দক্ষতা অবাক করবে সকলকে। জঙ্গলমহল থেকে ফুটবলে আগামী ভবিষ্যৎ সৃজিত মাহাতো।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kid Footballer: বয়স সবে ১০, লক্ষ্য সুনীল ছেত্রী, সৃজিতের ফুটবল স্কিল দেখলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল