Amitabh Bachchan Dharmendra Friendship: 'ইয়ে দোস্তি' ছাড়তেই হল! প্রয়াত ধর্মেন্দ্র, 'বীরু'কে শেষদেখা দেখতে গিয়ে চোখে জল 'জয়' অমিতাভের

Last Updated:
Amitabh Bachchan Dharmendra Friendship: বিগত বেশ কয়েকদিন ধরে তারকার মৃত্যুর খবর নিয়ে নানা গুজব রটলেও, সোমবার আর সেটা গুজব হল না। বেলা গড়াতেই সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ল সত্যিকারের দুঃসংবাদ। আর শেষবার চোখের সামনে থেকে দেখতে ছুটলেন ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চন।
1/10
বন্ধুত্ব। জয়-বীরুর অটুট বন্ধুত্বে অবশেষে ছেদ পড়ল। প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র ৷
বন্ধুত্ব। জয়-বীরুর অটুট বন্ধুত্বে অবশেষে ছেদ পড়ল। প্রয়াত বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র ৷
advertisement
2/10
বিগত বেশ কয়েকদিন ধরে তারকার মৃত্যুর খবর নিয়ে নানা গুজব রটলেও, সোমবার আর সেটা গুজব হল না। বেলা গড়াতেই সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ল সত্যিকারের দুঃসংবাদ।
বিগত বেশ কয়েকদিন ধরে তারকার মৃত্যুর খবর নিয়ে নানা গুজব রটলেও, সোমবার আর সেটা গুজব হল না। বেলা গড়াতেই সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ল সত্যিকারের দুঃসংবাদ।
advertisement
3/10
আর শেষবার চোখের সামনে থেকে দেখতে ছুটলেন ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চন।
আর শেষবার চোখের সামনে থেকে দেখতে ছুটলেন ধর্মেন্দ্রর অন্যতম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চন।
advertisement
4/10
গুজব রটার দিনও নিজে গাড়ি চালিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সোমবারও প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ছেলে অভিষেককে নিয়ে পৌঁছলের অমিতাভ।
গুজব রটার দিনও নিজে গাড়ি চালিয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সোমবারও প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ছেলে অভিষেককে নিয়ে পৌঁছলের অমিতাভ।
advertisement
5/10
যে সিনেমাকে আজও ভারতের অন্যতম সেরা সিনেমা বলে মনে করা হয়, সেই 'শোলে'-তে এই দুই বন্ধুর দোস্তি, অর্থাৎ বন্ধুত্বের উদাহরণ আজও কথায় কথায় দেয় সাধারণ মানুষ।
যে সিনেমাকে আজও ভারতের অন্যতম সেরা সিনেমা বলে মনে করা হয়, সেই 'শোলে'-তে এই দুই বন্ধুর দোস্তি, অর্থাৎ বন্ধুত্বের উদাহরণ আজও কথায় কথায় দেয় সাধারণ মানুষ।
advertisement
6/10
তবে পর্দার মতো, বাস্তব জীবনেও কী আজও অটুট সেই বন্ধুত্ব?
তবে পর্দার মতো, বাস্তব জীবনেও কী আজও অটুট সেই বন্ধুত্ব?
advertisement
7/10
পবনহংস শ্মশানেও পৌঁছতে দেরি করলেন না অমিতাভ। 'ইয়ে দোস্তি' গানের মাধ্যমে সারা দেশকে যাঁরা বন্ধুত্বের নতুন সংজ্ঞা শিখিয়েছিলেন, সেই অটুট বন্ধুত্বে এদিন ছেদ পড়লই বটে।
পবনহংস শ্মশানেও পৌঁছতে দেরি করলেন না অমিতাভ। 'ইয়ে দোস্তি' গানের মাধ্যমে সারা দেশকে যাঁরা বন্ধুত্বের নতুন সংজ্ঞা শিখিয়েছিলেন, সেই অটুট বন্ধুত্বে এদিন ছেদ পড়লই বটে।
advertisement
8/10
১৯৭৫ সালে ধর্মেন্দ্রকে অমিতাভ বচ্চনের সঙ্গে দুটি সিনেমায় দেখা যায়। 'চুপকে চুমকে' ও 'শোলে'। রমেশ সিপ্পি পরিচালিত ১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়া সিনেমা শোলে তৈরি করে ইতিহাস।
১৯৭৫ সালে ধর্মেন্দ্রকে অমিতাভ বচ্চনের সঙ্গে দুটি সিনেমায় দেখা যায়। 'চুপকে চুমকে' ও 'শোলে'। রমেশ সিপ্পি পরিচালিত ১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়া সিনেমা শোলে তৈরি করে ইতিহাস।
advertisement
9/10
৫০ বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে এই সিনেমা কাল্ট হয়ে রয়ে গিয়েছে। এরপর ধরমপাজির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় জায়গা করে নেয়, 'ইনসাফ কৌন করেগা', 'বেগানা', 'বাজি', ইত্যাদি
৫০ বছর ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে এই সিনেমা কাল্ট হয়ে রয়ে গিয়েছে। এরপর ধরমপাজির উল্লেখযোগ্য সিনেমার তালিকায় জায়গা করে নেয়, 'ইনসাফ কৌন করেগা', 'বেগানা', 'বাজি', ইত্যাদি
advertisement
10/10
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজের ইমেজ বদলাতে থাকেন ধর্মেন্দ্র। 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া', 'কিস কিস কি কিসমত', 'লাইফ ইন আ মেট্রো', 'জনি গদ্দার' তারই প্রমাণ। এছাড়াও 'ইয়ামলা পাগলা দিওয়ানা' কিংবা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো সিনেমায় বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন ধর্মেন্দ্র।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা হিসাবে নিজের ইমেজ বদলাতে থাকেন ধর্মেন্দ্র। 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া', 'কিস কিস কি কিসমত', 'লাইফ ইন আ মেট্রো', 'জনি গদ্দার' তারই প্রমাণ। এছাড়াও 'ইয়ামলা পাগলা দিওয়ানা' কিংবা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র মতো সিনেমায় বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন ধর্মেন্দ্র।
advertisement
advertisement
advertisement