অনেক বাইক চালকদের হেলমেট না পরে ড্রাইভ করার একটা প্রবণতা দেখা যায়। বিনা হেলমেটে বাইক চালালে আগের থেকে জরিমানাও অনেকটা বাড়ানো হয়েছে। কিন্তু এরপরেও শিক্ষা হচ্ছে না অনেকের। বিনা হেলমেটে প্রাণের ঝুঁকি নিয়েই ঝড়ের গতিতে ছোটাচ্ছেন দু-চাকা।
এই সকল বাইক চালকদের জন্য রোহিতর শর্মার মন্তব্য়কে কাজে লাগাল পশ্চিমবঙ্গ পুলিশ। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে সিলি পয়েন্ট সরফরাজ খান বিনা হেলমেট ও গার্ড ছাডা ফিল্ডিং করায় রেগে যান রোহিত শর্মা। সেফটি কিছু পরে ফিল্ডিং করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সরফরাজকে রোহিত বলেন, ‘কোনও হিরোগিরি নয়।’ সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: রেলে টিটির চাকরি করার সময় কত টাকা স্যালারি পেতেন ধোনি? ভাইরাল মাহির অ্যাপয়েন্টমেন্ট লেটার
এবার রোহিতের সরফরাজকে বলা ভিডিও পশ্চিমবঙ্গ পুলিশ শেয়ার করে বাইক চালকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে “কোনও হিরোগিরি নয়।” অর্থাৎ নিজেদের সুরক্ষার স্বার্থেই সকলকে হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলার পুলিশের এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলেছে মুহূর্তে।