MS Dhoni: রেলে টিটির চাকরি করার সময় কত টাকা স্যালারি পেতেন ধোনি? ভাইরাল মাহির অ্যাপয়েন্টমেন্ট লেটার

Last Updated:
MS Dhoni: আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএস ধোনি। কিন্তু আইপিএল শুরুর আগেই ফের একবার চর্চায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কারণ তাঁর অ্যাপয়েন্টমেন্ট লেটার ও স্যালারি।
1/7
আরও একটি হয়তো কেরিয়ারের শেষ আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএস ধোনি। কিন্তু আইপিএল শুরুর আগেই ফের একবার চর্চায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কারণ তাঁর অ্যাপয়েন্টমেন্ট লেটার ও স্যালারি।
আরও একটি হয়তো কেরিয়ারের শেষ আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমএস ধোনি। কিন্তু আইপিএল শুরুর আগেই ফের একবার চর্চায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কারণ তাঁর অ্যাপয়েন্টমেন্ট লেটার ও স্যালারি।
advertisement
2/7
ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে এমএস ধোনি একটা সময় ভারতীয় রেলে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন সেই কথা আমাদের সকলের জানা। খড়গপুরে পোস্টিং ছিল ৫ বারের আইপিএল জয়ী অধিনায়কের। কিন্তু পরে ক্রিকেটের টানে ছেড়েছিলেন চাকরি।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার আগে এমএস ধোনি একটা সময় ভারতীয় রেলে টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন সেই কথা আমাদের সকলের জানা। খড়গপুরে পোস্টিং ছিল ৫ বারের আইপিএল জয়ী অধিনায়কের। কিন্তু পরে ক্রিকেটের টানে ছেড়েছিলেন চাকরি।
advertisement
3/7
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট আয়োজিত হয় ধোনির শহর রাঁচিতে। সেখানে তৃতীয় দিনের খেলা চলাকালীন এমএস ধোনির রেলে চাকরি করাকালীন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখানো হয়। এমন দুর্লভ বিষয় নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি।
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট আয়োজিত হয় ধোনির শহর রাঁচিতে। সেখানে তৃতীয় দিনের খেলা চলাকালীন এমএস ধোনির রেলে চাকরি করাকালীন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখানো হয়। এমন দুর্লভ বিষয় নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি।
advertisement
4/7
মাইক্রোব্লগিং সাইট এক্স-য়ে @mufaddal_vohra অ্যাকাউন্ট থেকে এমএস ধোনি রেলে টিকিক কালেকটর থাকাকালীনের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিটা শেয়ার করা হয়। যা লাইক ও কমেন্টের বন্যায় ভেসে যায়।
মাইক্রোব্লগিং সাইট এক্স-য়ে @mufaddal_vohra অ্যাকাউন্ট থেকে এমএস ধোনি রেলে টিকিক কালেকটর থাকাকালীনের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিটা শেয়ার করা হয়। যা লাইক ও কমেন্টের বন্যায় ভেসে যায়।
advertisement
5/7
সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারেই দেখা যায় সেই সময় কত টাকার স্যালারিতে চাকরি করতেন এমএস ধোনি। যা দেখে সকলেই অবাক হন। নিজের চোখে আপনিও দেখে নিন রেলে চাকরি করাকালীন ধোনির স্যালারি।
সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারেই দেখা যায় সেই সময় কত টাকার স্যালারিতে চাকরি করতেন এমএস ধোনি। যা দেখে সকলেই অবাক হন। নিজের চোখে আপনিও দেখে নিন রেলে চাকরি করাকালীন ধোনির স্যালারি।
advertisement
6/7
তবে ক্রিকেটের টানে চাকরি ছাড়ার পর বাকিটা ইতিহাস। ধোনির অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিতে নানা ধরনের কমেন্টও পড়েছে। কেউ লিখেছেন - আর বাকিটা ইতিহাস। অপর একজন লিখেছেন - বাহ, অদ্ভুত।
তবে ক্রিকেটের টানে চাকরি ছাড়ার পর বাকিটা ইতিহাস। ধোনির অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিতে নানা ধরনের কমেন্টও পড়েছে। কেউ লিখেছেন - আর বাকিটা ইতিহাস। অপর একজন লিখেছেন - বাহ, অদ্ভুত।
advertisement
7/7
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। চেন্নাই সুপার কিংসকে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে আরও একবার নামতে চলেছে অধিনায়ক এমএস ধোনি। ২২ গজে ধোনিকে হয়তো শেষবারের জন্য দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা।
প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। চেন্নাই সুপার কিংসকে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করার লক্ষ্যে আরও একবার নামতে চলেছে অধিনায়ক এমএস ধোনি। ২২ গজে ধোনিকে হয়তো শেষবারের জন্য দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
advertisement