TRENDING:

বাংলার পুলিশের ডিফেন্স এমন! 'ছাপ্পা রুখবে কী করে?' চলল দেদার টিটকিরি

Last Updated:

East Bengal vs West Bengal Police: পুলিশের এই অবস্থা! শুনতে হল টিটকিরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এমন যদি ডিফেন্সের হাল হয়, তবে ছাপ্পা রুখবেন কী করে! পুলিশকে শুনলে হল দেদার টিটকিরি!
advertisement

মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে জয় পেল লাল-হলুদ। তবে এই ম্যাচে পুলিশের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল।

ইস্টবেঙ্গলের কাছে ৪-২ গোলে হেরেছে পুলিশ। তবে একটি গোল নিয়ে যত আলোচনা! যদিও ইস্টবেঙ্গল যে খুব ভাল ফুটবল খেলেছে, তা কিন্তু নয়। তবে পুলিশের ডিফেন্সের একের পর এক ভুল  ইস্টবেঙ্গলকে গোল উপহার দিয়েছে।

advertisement

আরও পড়ুন- কাটা ঘায়ে নুনের ছিটে! উইম্বলডন ফাইনাল হারের পর এবার শাস্তি হল জকোভিচের

ম্যাচ শেষ হতেই পুলিশের ডিফেন্স নিয়ে টিটকিরি শুরু হয়। ম্যাচের ৭২ মিনিটের মাথায় বড় ভুল করে বসেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিফেন্ডাররা। সুযোগ বুঝে গোল করে যায় ইস্টবেঙ্গল।

advertisement

পুলিশের গোলকিপার তনভির এবং ডিফেন্ডার সুব্রতর মধ্যে ব্যাপক ভুল বোঝাবুঝি হয়। সুব্রত হঠাৎ করেই ব্যাকপাস করেন তনভিরকে। সেটা বুঝে ওঠার আগেই ছো মেরে ইস্টবেঙ্গল গোল করে যায়।

আরও পড়ুন- বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডে যশস্বীকে দেখতে চান সৌরভ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশের ডিফেন্সের এমন হাল দেখার পর অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন। কেউ কেউ তো আবার এই ম্যাচকে গড়াপেটা বলেও অভিযোগ করেছেন। তাঁদের দাবি, পুলিশ ইচ্ছাকৃত ভুল করেছে, না হলে ইস্টবেঙ্গলের এই দল একটি ম্যাচও জিততে পারে না।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার পুলিশের ডিফেন্স এমন! 'ছাপ্পা রুখবে কী করে?' চলল দেদার টিটকিরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল