Novak Djokovic: কাটা ঘায়ে নুনের ছিটে! উইম্বলডন ফাইনাল হারের পর এবার শাস্তি হল জকোভিচের

Last Updated:
Novak Djokovic: উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪। ফাইনাল হারের পর এবার শাস্তি হল জোকোভিচের।
1/5
উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।
উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হারতে হয়েছিল নোভাক জোকোভিচকে। খেলার ফল ছিল ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪।
advertisement
2/5
২০ বছরের আলকারাজের কাছে শুধু উইম্বলডন ফাইনাল হারই নয়, এবার শাস্তির সম্মুখীনও হতে হল ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক কিংবদন্তী নোভাক জোকোভিচকে।
২০ বছরের আলকারাজের কাছে শুধু উইম্বলডন ফাইনাল হারই নয়, এবার শাস্তির সম্মুখীনও হতে হল ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক কিংবদন্তী নোভাক জোকোভিচকে।
advertisement
3/5
রবিবার পঞ্চম সেটের খেলা চলাকালীন নেটের একটি পোস্টে রেগে গিয়ে সজোরে র‌্যাকেট দিয়ে আঘাত করেন জোকার। র‌্যাকেটটি ভেঙে যায়। সেই ঘটনাতেই শাস্তি হল তাঁর।
রবিবার পঞ্চম সেটের খেলা চলাকালীন নেটের একটি পোস্টে রেগে গিয়ে সজোরে র‌্যাকেট দিয়ে আঘাত করেন জোকার। র‌্যাকেটটি ভেঙে যায়। সেই ঘটনাতেই শাস্তি হল তাঁর।
advertisement
4/5
টেনিস কোর্টে মেজাজ হারানো ও র‌্যাকেট ভাঙার জন্য নোভাক জোকোভিচকে ৬,১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
টেনিস কোর্টে মেজাজ হারানো ও র‌্যাকেট ভাঙার জন্য নোভাক জোকোভিচকে ৬,১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
advertisement
5/5
এই ঘটনা নিয়ে জোকার বলেন,"ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। হতাশার কারণেফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল। সেটা হাতছাড়া করেছিলাম"।
এই ঘটনা নিয়ে জোকার বলেন,"ওই ঘটনা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। হতাশার কারণেফেলেছিলাম। দ্বিতীয় গেমে আমার কাছে ব্রেক করার সুযোগ ছিল। সেটা হাতছাড়া করেছিলাম"।
advertisement
advertisement
advertisement