তবে এতে কিছু ভুল দেখছেন না মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত। মোহনবাগান মাঠে দাঁড়িয়ে তিনি বললেন, শনিবার অনেক রাত পর্যন্ত গোয়াতে চ্যাম্পিয়নের সেলিব্রেশন চলেছে। তারপর বেশিক্ষণ ঘুমানোর সময় পায়নি ফুটবলরা। সকালে উঠে বিমান ধরে আজ কলকাতায় পৌঁছেছে বেলা সাড়ে বারোটা। তারপর বিমানবন্দর থেকে মমিনপুর পৌছাতে প্রায় দু'ঘণ্টা সময় লেগেছে।
আজ প্রত্যেক ফুটবলার ক্লান্ত। তাই তাদের জোর করে মোহনবাগান ক্লাবে আনা হয়নি। তাছাড়া মুখ্যমন্ত্রী নিজে সোমবার ক্লাবে আসবেন ফুটবলারদের সম্মান জানাতে এবং ট্রফি দেখতে। আজ পুরো বিশ্রাম পেলে প্রত্যেকে সুন্দর করে উপস্থিত থাকতে পারবেন সোমবার বেলার দিকে। শোনা যাচ্ছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মোহনবাগান ক্লাবে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি পরিচিত হবেন চ্যাম্পিয়ন ফুটবলারদের সঙ্গে। তাদের শুভেচ্ছা জানাবেন বাংলাকে গর্বিত করার জন্য। মুখ্যমন্ত্রী বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে সব সময় কাজ করেছেন। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত ছিলেন গোয়াতে। মাঠে ছিলেন মোহনবাগানের জার্সি গায়ে। আসলে মোহনবাগানের এই জয় সমগ্র বাংলার জয় হিসেবে দেখা হচ্ছে। এর আগেও ২০১৫ সালে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মোহনবাগানের অনুষ্ঠানে।