সকাে সেঞ্চুরিয়নে ঝমঝম বৃষ্টি (Rain) হয়৷ ম্যাচ শুরুর ২০ মিনিট আগে বৃষ্টি থামলেও লাঞ্চ অবধি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়৷ কি্তু এরপর আবার বৃষ্টি শুরু হয়৷ এদিকে ওয়েদার আপডেটে (Weather Update) যা আবহাওয়ার পূর্বাভাস তাতে ফ্যানদের খুব আশান্বিত হওয়ার কিছু নেই৷ খবর অনুযায়ি বারবার বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা ৷ খানিকটা পরে ফের মাঠ পরিদর্শন নির্ধারিত হয়েছে৷
advertisement
বাকি ৩ দিনের ওয়েদার আপডেট (Weather Update)
আরও পড়ুন - Year Ender 2021: রান পিছু ৯৭ হাজার টাকা রোজগার কোহলির, পূজারার ১ লক্ষ, বাকিরা কে কত পেলেন
ম্যাচের তৃতীয় দিনে সূর্য উঠবে এমনটা আশা করা হচ্ছে৷ কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে ফের বৃষ্টির কালো ছায়া থাকছে৷ চতুর্থদিনে বাদল ছেয়ে থাকবে এবং তুফানও হবে৷ পঞ্চম দিনে আবহাওয়া (Weather Update) চতুর্থ দিনের তুলনায় আরও খারাপ থাকবে৷
আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ
প্রথম দিনে খেলার কথা হলে ভারতীয় ক্রিকেটাররা টসে জিতে অধিনায়ক বিরাট কোহলির প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন৷ কেএল রাহুল ১২২ এবং অজিঙ্ক রাহানে ৪০ রান করে ব্যাট করছিলেন৷ ময়ঙ্ক আগরওয়াল ৬০ রান করেন, অধিনায়ক বিরাট কোহলি ৩৫ ও চেতেশ্বর পূজারা গোল্ডেন ডাকে আউট হন৷