TRENDING:

Ind vs SA: Weather Update: বারেবারে বৃষ্টি সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘোর আশঙ্কা, সামনে আরও ভয়

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) আবহাওয়া ভিলেনের ভূমিকায়৷ ওয়েদার আপডেটে (Weather Update) বলা হয়েছে সকাল থেকেই বারেবারে বৃষ্টি (Rain)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেঞ্চুরিয়ন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মধ্যে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলা রবিবার থেকে শুরু হয়েছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনে (2nd Day) আবহাওয়া ভিলেনের ভূমিকায়৷ ওয়েদার আপডেটে  (Weather Update) বলা হয়েছে সকাল থেকেই বারেবারে বৃষ্টি  (Rain) আর তার জেরে লাঞ্চ অবধি খেলা স্থগিত করে দেওয়া হল৷ দ্বিতীয় দিনের সকালে সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়৷ যে কারণে খেলা শুরু করার দেরির কারণ সেঞ্চুরিয়নে বৃষ্টি৷  ওয়েদার ফোরকাস্ট (Weather Forecast) অনুযায়ি রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa)  প্রথম দিনে আবহাওয়া খারাপ ছিল আর বৃষ্টি হয়নি ফলে ৯০ ওভার খেলা হয়েছিল৷ আর দ্বিতীয় দিনে আবহাওয়া খারাপ দিকে মোড় নেয় আর আকাশ কালো মেঘে ঢেকে যায়৷
 india vs south africa 1st test centurion weather forecast day 2 rain interrupted
india vs south africa 1st test centurion weather forecast day 2 rain interrupted
advertisement

সকাে সেঞ্চুরিয়নে ঝমঝম বৃষ্টি (Rain) হয়৷ ম্যাচ শুরুর ২০ মিনিট আগে বৃষ্টি থামলেও লাঞ্চ অবধি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়৷ কি্তু এরপর আবার বৃষ্টি শুরু হয়৷ এদিকে ওয়েদার আপডেটে (Weather Update) যা আবহাওয়ার পূর্বাভাস তাতে ফ্যানদের খুব আশান্বিত হওয়ার কিছু নেই৷ খবর অনুযায়ি বারবার বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা ৷ খানিকটা পরে ফের মাঠ পরিদর্শন নির্ধারিত হয়েছে৷

advertisement

বাকি ৩ দিনের ওয়েদার আপডেট (Weather Update)

আরও পড়ুন - Year Ender 2021: রান পিছু ৯৭ হাজার টাকা রোজগার কোহলির, পূজারার ১ লক্ষ, বাকিরা কে কত পেলেন

advertisement

ম্যাচের তৃতীয় দিনে সূর্য উঠবে এমনটা আশা করা হচ্ছে৷ কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে ফের বৃষ্টির কালো ছায়া থাকছে৷ চতুর্থদিনে বাদল ছেয়ে থাকবে এবং তুফানও হবে৷ পঞ্চম দিনে আবহাওয়া (Weather Update) চতুর্থ দিনের তুলনায় আরও খারাপ থাকবে৷

আরও পড়ুন - Hardik Pandya Wife Pregnant Again: ফের কি প্রেগন্যান্ট নাতাশা স্ট্যানকোভিচ, হার্দিকের ছবিতে জোর গসিপ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রথম দিনে খেলার কথা হলে ভারতীয় ক্রিকেটাররা টসে জিতে অধিনায়ক বিরাট কোহলির প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন৷ কেএল রাহুল ১২২ এবং অজিঙ্ক রাহানে ৪০ রান করে ব্যাট করছিলেন৷ ময়ঙ্ক আগরওয়াল ৬০ রান করেন, অধিনায়ক বিরাট কোহলি ৩৫ ও চেতেশ্বর পূজারা গোল্ডেন ডাকে আউট হন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SA: Weather Update: বারেবারে বৃষ্টি সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘোর আশঙ্কা, সামনে আরও ভয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল