#কলকাতা: ২০২১ সাল (Year Ender 2021 ) শেষ হতে চলল৷ বছরের এই শেষ সময়ে এসে ফিরে দেখা হচ্ছে শেষ হতে আসা ২০২১ কে৷ ভারতীয় ক্রিকেট দলের জন্য বছরটা খুব একটা ভালো যায়নি, বিরাট কোহলির (Virat Kohli)নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ২ টি আইসিসি ট্রফির একটিও জিততে পারেনি৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে৷ তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (T20 World Cup 2021) রাউন্ড ১২ থেকে বিদায় নিয়েছে৷ এর জেরে বিরাট কোহলির (Virat Kohli) থেকে একদিনের ক্রিকেটের অধিনায়রকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে৷ টি টোয়েন্টি অধিনায়কত্ব তিনি নিজেই ছেড়ে দিয়েছেন৷ এখন রোহিত শর্মা (Rohit Sharma) লিমিটেড ওভারের অধিনায়কত্ব করেছেন৷ কোহলির কাছে শুধুমাত্র টেস্ট অধিনায়কত্ব রয়েছে৷ ২০২১ - এ (Year Ender 2021) ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে নেওয়া যাক৷ এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির একটিও শতরান নেই৷ তাঁর কাছে এই বছরে শুধু আর একটি ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ রয়েছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের সুযোগ রয়েছে৷ বিরাট কোহলি রান ও টাকার হিসেবে প্রতি রান করার জন্য ৯৭ হাজার টাকা পেয়েছেন৷
চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) কথা ধরলে তিনি শুধু টেস্ট ক্রিকেটই খেলেন৷ এই বছরে তিনি সবচেয়ে বেশি ১৪ টেস্ট খেলেছেন৷ তিনি এর জন্য ম্যাচ ফি পেয়েছেন ২ কোটি ১০ লক্ষ টাকা৷ তিনি বোর্ডের চুক্তিতে গ্রেড এ -তে রয়েছেন৷ তাই তিনি ৫ কোটি টাকা পেয়েছেন৷ এইভাবে তিনি মোট ৭ কোটি ১০ ক্ষ টাকা পেয়েছেন৷ তনি ৬ টি অর্ধশতরানের সাহায্যে গোটা বছরে ৬৮৬ রান করেছেন৷ অর্থাৎ তাঁর প্রতি রানের হিসেবে ১ লক্ষ ৩ হাজার টাকা হয়েছে৷
কেএল রাহুল এক রানের জন্য প্রায় ৬৯ হাজার টাকা পেয়েছেন
কেএল রাহুল (KL Rahul) দক্ষিণ আফ্রিকা সফরে ভালো শুরু করেছেন৷ তিনি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে তিনি ১২২ রান করেছিলেন৷ তিনি এই বছরে ৫ টি টেস্ট, ৩ ওয়ান ডে এবং ১১ টি টোয়েন্টি খেলেছেন৷ তাঁর ম্যাচ ফি ১ কোটি ২৬ লক্ষ টাকা৷ তিনিও গ্রেড এ ক্রিকেটার হওয়ায় ৫ কোটি টাকা পেয়েছেন৷ মোট ৬ কোটি ২৬ লক্ষ টাকা পেয়েছেন৷ তখনও অবধি ৩ শতরান ৬ টি অর্ধশতরানের সাহায্যে ৯০৩ রান করেন৷ এই ভাবে তাঁর এক রানের দাম ৬৯, ৩২৪ টাকা দাঁড়িয়েছে৷
ঋষভ পন্থও পান ৫ কোটি টাকা
উইকেটরক্ষক ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) কথা হলে তিনিও গ্রেড এ ক্রিকেটার৷ অর্থাৎ তিনিও ৫ কোটি টাকা পান৷ এছাড়াও ২০২১-এ তিনি ১২ টি টেস্ট, ২ টি ওয়ানডে, ১৩ টি টি টোয়েন্টি খেলেছেন৷ তিনি ম্যাচ ফি হিসেবে ২ কোটি ৩১ লক্ষ টাকা পেয়েছেন৷ একটি শতরান ও ৭ টি অর্ধশতরানের সাহায্যে ১০৭৪ রান করেছেন৷ তাঁর প্রতি রানের দাম ৬৮,০৬৩ টাকা৷