হাসপাতালের বেড থেকে তিনি জানিয়েছেন তাঁর খুবই যন্ত্রণা হচ্ছে৷ তাই ফ্যানদের প্রার্থণা করতে বলেছেন তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য৷ ৪৬ বছরের স্পিডস্টার কান্না কান্না অবস্থায় ভিডিও পোস্ট করেছেন৷ শোয়েব আখতারের দুটি হাঁটুতেই অপারেশন হয়েছে৷ তিনি বলেছেন তিনি আশা করছেন এটা তাঁর শেষ অস্ত্রোপচার৷
আরও পড়ুন - Commonwealth Games 2022: বৌদি জিতলেন সোনা, দেওরের ভাগ্যে এল রুপো, ক্রিকেট থেকে অ্যাথলেটিক্সে ধামাল
advertisement
শোয়েব বললেন অস্ত্রোপচার প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা ধরে হয়েছে৷ দুটি হাঁটুতেই অপারেশন হয়েছে৷ শোয়েব বলেছেন, ‘‘ আমি অসুবিধায় রয়েছি, তোমাদের প্রার্থণা চাই৷ ১১ বছর আমার অবসরের পরে আমি অস্বস্তিতে রয়েছি৷ আমি আরও ৪-৫ বছর খেলতে পারতাম৷ আমি জানি যদি এটা করতাম তাহলে আমায় হুইল চেয়ারে আসতে হত৷ আমি এটা পাকিস্তানের হয়ে এটা করতাম৷ আমি যদি এটা করতাম তাহলে আমি এটা করতাম৷ ’’
শোয়েব আখতার এই মুহূর্তে জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ তার তাঁর কেরিয়ার নিয়ে এখন অস্বস্তিকর মুহূর্ত কাটাচ্ছেন৷
শোয়েব আখতারের ডাকনাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, তিনি ৪৬ টি টেস্টে ১৭৮ উইকেট তুলেছেন৷ ১৬৩ একদিনের ক্রিকেটে ২৪৭ উইকেট নিয়েছেন৷ তিনি ১৫ টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১৯ উইকেট নিয়েছেন৷