একটি ভিডিও ভাইরাল ভিডিও (Viral Video) গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের বিয়ের (Glenn Maxwell Marriage) ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল৷ হয়েছে , বর -বউ দুজনেই মালাবদল করছেন৷ যা সকলেই খুব পছন্দ করছেন৷ ভিনি ট্র্যাডিশানাল ধরণে শাড়ি পরেছেন আর ম্যাক্সওয়েল শেরওয়ানি পরেছেন৷
আরও পড়ুন - Viral News: চাই অনেক টাকা, বউকে না জানিয়ে ‘Sperm’ বিক্রির কাজে স্বামী
advertisement
দেখে নিন গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের (Glenn Maxwell Marriage) ভাইরাল ভিডিও (Viral Video)৷
ম্যাক্সওয়েল (Glenn Maxwell) আইপিএল ২০২২ এ (IPL 2022) আরসিবিতে যোগ দেবেন এপ্রিলের ৫ তারিখে৷ ৷ এটা ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তির ভিত্তিতে এই যোগ দিতে পারবেন তিনি৷ তিনি আরসিবিতে খেলবেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজের সঙ্গে৷
আরও পড়ুন - Viral News: এক মহিলায় মন ভরে না, একসঙ্গে পাঁচজনের সঙ্গে চক্কর চালাচ্ছিল যুবক, তারপর...
ম্যাক্সওয়েল আরসিবি অধিনায়ক হওয়ার দৌড়েও ছিলেন৷ আরসিবি থেকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর নাম ছিল আলোচনায়৷ আইপিএল ২০২১ আরসিবি প্লেঅফ অবধি পৌঁছেছিল৷ ম্যাক্সওয়েল গত আইপিএলে দারুণ ফর্মে ছিলেন৷ তিনি ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন তিনি৷ গড় ছিল ৪২.৭৫ আর স্ট্রাইকরেট ছিল ১৪৪.১০৷ ছিল ৬ টি অর্ধশতরান৷
আরসিবিও (RCB ) অপেক্ষায় রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল কবে তাদের দলে যোগ দেবেন? আইপিএল ২০২২ এ প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ২০৫ রান করেও হেরে গেছে৷ এই ম্যাচে নতুন দায়িত্ব নেওয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) দুরন্ত ৮৮ রান করেন৷