#কলকাতা: স্পার্ম ডোনার স্বামী ঠকাচ্ছিলেন স্ত্রীকে (Sperm Donor Husband Cheated Wife) : অনেক সময়েই মনে হয় ফিল্মে যা দেখায় বাস্তব জীবনে তা হয় না৷ কিন্তু এরকম মোটেই নয়৷ কিছুদিন এক ব্যক্তি এমন কাজ করেছেন যা পুরো যেন ভিকি ডোনার সিনেমার বাস্তব৷ ফিল্মি আয়ুষ্মান খুরানা যে রোল করেছিলেন ঠিক সেটাই করেছিল এক ব্যক্তি৷ ওই ব্যক্তি নিজের স্ত্রীকে না জানিয়ে নিজের স্পার্ম ডোনেটের কাজ করে অর্থ রোজগার করছিল৷ স্ত্রী তা জানতে পেরে আতঙ্কিত ও হতবাক হয়ে যায়৷ Photo-Representative
রেডিট (Reddit) নিজের দুঃখের কাহিনী বলেন তাতে জানিয়েছেন স্বামী কিছু বছর অবধি অর্থ উপার্জনের জন্য স্পার্ম বেচার জন্য কাজ করছিলেন৷ জীবনের সেটা কঠিন সময় ছিল৷ টাকা রোজগারের জন্য তাঁর স্বামী নিজের শুক্রাণু বিক্রি করতে হত৷ কিন্তু এই কাজ যে তিনি করতেন তা নিজের স্ত্রীকে আঁচ পৌঁছতে দেননি৷ বন্ধুদের সঙ্গে কথা বলে এই কথা জানতে পারেন৷ Photo-Representative
স্বামী বছরের পর বছর ধরে দিয়েছিলেন স্পার্ম
স্বামী জানিয়েছেন কলেজের শেষ কয়েক বছরে নিজের স্ত্রীকে দেখেছিলেন৷ তারপর ৬ বছর কেটে গেছে৷ টাকা দরকার ছিল বলে স্পার্ম ডোনেট করতেন টাকার জন্য৷ এই কাজের জন্য ১২ হাজার টাকা করে রোজগার করতেন৷ বন্ধুদের সঙ্গে কথা বলতেন এই বিষয়ে৷ তবে স্ত্রী কতটা আতঙ্কিত হবে এই নিয়ে আন্দাজ ছিল না তাঁর৷ কিন্তু কথা খুব বড় হয়ে যায়৷ Photo-Representative