দিল্লি-র পক্ষ থেকে খেলেছেন অজয় জাদেজা এবং আশিষ নেহরা খুবই ভাল ছিলেন৷ পার্টিতেও তাঁর একসঙ্গে ছিলেন৷ এই বার জাদেজা একটি ভিডিও নেহরা-র স্ত্রীর সঙ্গে ভাইরাল হয়েছিল৷ আসলে আশিষ নেহরা এবং অজয় জাদেজা বলিউড অভিনেত্রীর নীনা গুপ্তা -র মেয়ে মাসাবার বিয়েতে এসেছিলেন৷ আশিষ নেহরা খানিকটা পিছনে পরে গিয়েছিলেন আর নেহরার স্ত্রী এবং অজয় জাদেজা একসঙ্গে আসছিলেন৷ এই সময় তাঁরা ক্যামেরার সামনে পড়ে যান৷ আর গণ্ডগোল তখন হয় যখন ক্যামেরাম্যান জাদেজার সঙ্গে আশিষ নেহরার স্ত্রী রুশমাকে একসঙ্গে ভেবে নেন৷
advertisement
আরও পড়ুন - West Bengal Weather Update: বৃষ্টির চোখ রাঙানি একাধিক জেলায়, ফের ফিরবে শীতের ঠান্ডা ,রইল ওয়েদার আপডেট
গাড়ি থেকে নামার পর কী কী ঘটল ভাইরাল ভিডিওতে প্রমাণ
জাদেজা বলেন ইনি আমার সঙ্গে নেই
আরও দেখুন -
অজয় জাদেজা গাড়িতে সামনে বসেছিলেন৷ আশিষ নেহরা এবং রুশমা-পিছনে বসেছিলেন৷ দুজনে একসঙ্গে গাড়ি থেকে নেমে আসেন৷ আর কাছেই ক্যামেরাম্যান তাঁদের একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেন৷ রুশমা পিছনের দরজা খুলে নামেন৷ যখন ফটোগ্রাফার ছবি তুলছিলেন তখন জাদেজা পিছনের দিকে ইঙ্গিত করেন৷ বোঝাতে চান রুশমা তাঁর সঙ্গে নেই৷ এই সময়ের মধ্যে আশিষ নেহরা সেই জায়গায় চলে আসেন৷ তারপর তিনজন একসঙ্গে ছবি তোলান৷