TRENDING:

Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই

Last Updated:

Ind vs WI: বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছে৷  কিন্তু  রোহিতের পয়া ইডেন গার্ডেন্সে (Eden Gardenrs) প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ শুরু৷ টি টোয়েন্টি সিরিজেও (T20) একইরকম আগ্রাসী টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এই টি টোয়েন্টি ম্যাচগুলিকে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)৷
Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
Watch Video: ind vs wi: mohammed siraj and bhuvneshwar kumar seen practicing yorker team india- Photo- BCCI/ Twitter Video Grab
advertisement

টি টোয়েন্টি এই ম্যাচের আগে ভারতীয় পেসাররা একেবারে আগুন ঝরানোর প্রস্তুতি সেরে নিলেন ইডেন গার্ডেন্সের নেটে৷ পেসার মহম্ম সিরাজ (Mohammed Siraj) এবং ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) মঙ্গলবার ফ্লাডলাইটে ইয়র্কার বল অনুশীলন করছিলেন৷ এই সিরিজ তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ  (T20 World Cup 2022) হচ্ছে৷ গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) লিগ পর্ব থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৷

advertisement

আরও পড়ুন - Bappi Lahiri Passes Away: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়ায় মৃত্যু হল বাপ্পি লাহিড়ির, কি সেই রোগ

বিসিসিআই (BCCI) মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের বোলিংয়ের এক ভিডিও পোস্ট করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় দুই বোলারের বোলিংকে একে অপরের বিরুদ্ধে ধার শানানো হিসেবে দেখছেন নেটিজেনরা৷ যেন একে অপরকে টেক্কা দিতে দুই ক্রিকেটাররা নেট বোলিংয়ে নেমেছেন৷ দেখে নিন সেই ভিডিও৷

advertisement

দুই বোলারই একাধিকবার উইকেট ছিটকে দিলেন দেখা যাচ্ছে এই ভিডিওতে৷ ভারতীয় দলের টি টোয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভাল রেকর্ড৷ কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল আজও সেরকম ধারায় বজায় রাখছে৷ এদিকে চোটের কারণে কায়রণ পোলার্ড একদিনের সিরিজে শেষদুটি ম্যাচে খেলতে পারেননি৷

advertisement

আরও পড়ুন -Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে কায়রন পোলার্ড জানিয়েছেন তাঁরা টি টোয়েন্টি সিরিজকে খুবই গুরুত্ব দিচ্ছেন৷ তাই এই সিরিজ জিতে তাঁর ভারত থেকে ফিরতে চান৷ কারণ তাঁদেরও সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে৷ ক্যারিবিয়ান ব্রিগেডও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজকে দেখছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: ইডেন গার্ডেন্সের নেটে ভুবি ও সিরাজের ধুন্ধুমার, ভিডিও শেয়ার করে দুই বোলারের কাণ্ড দেখাল বিসিসিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল