TRENDING:

চিন্নাস্বামীর সেই বিধ্বংসী ইনিংসের ১২ বছর পূর্ণ, মারমুখী ম্যাকালামের সেই ‘বিস্ময় ইনিংস’ দেখে নিন

Last Updated:

শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঠিক ১২ বছর আগের কথা ৷ ১৮ এপ্রিল ২০০৮ ৷ বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম সিজনের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি কেকেআর ও আরসিবি ৷ ভারতীয় ক্রিকেটের বিপ্লব ঘটানোর রাতই বলা যেতে পারে ৷ আইপিএল কী, খায় না মাথায় দেয় ৷ এমনকী, ২০ ওভারের ক্রিকেট নিয়েও তখন সবে এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা ধারণা জন্মেছে ৷ কারণ তার আগের বছরই যে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছে ধোনির ভারত ৷ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কী ? ঘরোয়া ক্রিকেটও যে এতটা আকর্ষণীয় হতে পারে ৷ সে সম্পর্কে কোনও ধারণাই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তখন ছিল না ৷ কিন্তু চিন্নাস্বামীর প্রথম ম্যাচই সুপারহিট ৷ কারণ একটাই, ব্রেন্ডন ম্যাকালামের অমর ইনিংস ৷ ২০ ওভারের ক্রিকেটেও যে কেউ দেড়শো করতে পারে, সেই ইনিংস না দেখলে চোখে বিশ্বাসই হবে না ৷ শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷
advertisement

চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাকালাম। অবশ্যই নাইট রাইডার্সের হয়ে। দশটি চার ও ১৩ ছয়ের সৌজন্যে ক্রিকেটবিশ্বকে বুঝিয়ে দেন, নতুন প্রতিযোগিতার সূচনার দিনেই নতুন তারকার আবির্ভাবও ঘটে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
চিন্নাস্বামীর সেই বিধ্বংসী ইনিংসের ১২ বছর পূর্ণ, মারমুখী ম্যাকালামের সেই ‘বিস্ময় ইনিংস’ দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল