প্রাক্তন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাকিদের মতো তিনিও উত্তেজিত এই লড়াই নিয়ে। তবে পাকিস্তান দলকে তিনি সাবধান করে দিয়েছেন সূর্য কুমার যাদবের থেকে। বিরাট কোহলি, রোহিত, কে এল রাহুল নন, সূর্য কুমার যাদব পাকিস্তানকে বিপদে ফেলতে পারে মনে করছেন ওয়াসিম।
সুলতান অফ সুইং মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে সূর্য কুমারের আবির্ভাব হওয়ার পর থেকেই তার কোয়ালিটি কতটা ভাল সেটা সকলেই দেখেছেন। আলাদা করে বলার কিছু নেই। এমন কিছু শট রয়েছে তার হাতে, যা ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে বিরল। ওয়াসিম আক্রম উদাহরণ দিয়ে বলেছেন অতীতে কেকেআরে থাকার সময় তিনি খুব কাছ থেকে সূর্য কুমারকে দেখেছেন।
তাই এই ছেলে বাকিদের থেকে আলাদা সাফ জানিয়েছেন তিনি। পাশাপাশি বাবর আজম দুর্ধর্ষ ক্রিকেটার হলেও এখনই বিরাট কোহলির সঙ্গে তার তুলনা টানা উচিত নয় মনে করেন ওয়াসিম। বাবর যদি এই ছন্দ আরও তিন বছর দেখাতে পারেন, তারপর তুলনা করা হোক কোহলির সঙ্গে।
তবে রবিবার ম্যাচটা কে জিতবে বলতে পারেননি ওয়াসিম। তার মতে শাহিন আফ্রিদির না থাকা মানসিকভাবে কিছুটা হলেও ভারতকে সুবিধা দেবে। তবে তরুণ ফাস্ট বোলার হাসনেইন চমক দিতেও পারে বলছেন ওয়াসিম। সব মিলিয়ে লড়াইটা উপভোগ্য হবে বলছেন পাক কিংবদন্তি।