TRENDING:

WTC Final: শামি, সিরাজদের গুরুত্বপূর্ণ পরামর্শ আক্রমের! ভারত ফেভারিট বলছেন পাক কিংবদন্তি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য আল্টিমেট টেস্ট অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে সামান্য হলেও ভারত ফেভারিট মনে করেন ওয়াসিম আক্রম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওয়াসিম জানিয়েছেন ওভালের উইকেটে দুই দলের ফাস্ট বোলারদের কাছেই স্বর্গরাজ্য হতে চলেছে। কিন্তু এই উইকেটে একটু সময় নিয়ে দাঁড়িয়ে থাকলে ব্যাটসম্যানরাও সফল হওয়ার ক্ষমতা রাখেন। ওয়াসিম মনে করেন ভারতের সিরাজ এবং শামি ইংল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষার মুখে ফেলবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
শামি, সিরাজদের পরামর্শ আক্রমের
শামি, সিরাজদের পরামর্শ আক্রমের
advertisement

সুইং সুলতান পরিষ্কার জানিয়েছেন তার পরামর্শ হল পেস নয়, সুইংয়ের ওপর জোর দিতে। তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। ভারত চার পেসারে নামলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে শার্দুল ঠাকুর। বাকি জায়গাটির লড়াই হবে উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের মধ্যে। উমেশ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের দ্বিতীয়ার্ধে কেকেআরের একাদশের বাইরে ছিলেন।

advertisement

উনাদকাটও ফিরছেন চোট সারিয়ে। ২০২১ সালে ওভালে ভারত যে টেস্টে জিতেছিল সেই টেস্টে উমেশ যাদব বোলিং করে দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন। ব্যাটারদের রিভার্স স্যুইংয়ে সমস্যায় ফেলতেন আক্রম ও ওয়াকার ইউনিস ১৯৯২ সালে পাকিস্তান জিতেছিল ওভাল টেস্টে। সেই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে আক্রম প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন, যা ইংল্যান্ডে তাঁর সেরা বোলিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

ওভালের ফাইনালে স্যুইং অন্যতম অস্ত্র হবে বলে ধারণা আক্রমের। নিজে দীর্ঘদিন ইংল্যান্ডে খেলেছেন বলে জানেন জুন মাসে এই উইকেট কেমন ব্যবহার করে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ানরা বাউন্স পছন্দ করে। তাই ভারতীয় ফাস্ট বোলাররা অতিরিক্ত উত্তেজিত হয়ে যদি শর্ট বল করে তাহলে সুবিধে হবে অস্ট্রেলিয়ার। তবে ওয়াসিম মনে করেন যেহেতু শামি প্রচুর অভিজ্ঞ তাই তিনি সঠিক পথে গাইড করতে পারবেন বাকিদের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final: শামি, সিরাজদের গুরুত্বপূর্ণ পরামর্শ আক্রমের! ভারত ফেভারিট বলছেন পাক কিংবদন্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল