সুইং সুলতান পরিষ্কার জানিয়েছেন তার পরামর্শ হল পেস নয়, সুইংয়ের ওপর জোর দিতে। তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। ভারত চার পেসারে নামলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে শার্দুল ঠাকুর। বাকি জায়গাটির লড়াই হবে উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের মধ্যে। উমেশ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের দ্বিতীয়ার্ধে কেকেআরের একাদশের বাইরে ছিলেন।
advertisement
উনাদকাটও ফিরছেন চোট সারিয়ে। ২০২১ সালে ওভালে ভারত যে টেস্টে জিতেছিল সেই টেস্টে উমেশ যাদব বোলিং করে দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন। ব্যাটারদের রিভার্স স্যুইংয়ে সমস্যায় ফেলতেন আক্রম ও ওয়াকার ইউনিস ১৯৯২ সালে পাকিস্তান জিতেছিল ওভাল টেস্টে। সেই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে আক্রম প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন, যা ইংল্যান্ডে তাঁর সেরা বোলিং।
ওভালের ফাইনালে স্যুইং অন্যতম অস্ত্র হবে বলে ধারণা আক্রমের। নিজে দীর্ঘদিন ইংল্যান্ডে খেলেছেন বলে জানেন জুন মাসে এই উইকেট কেমন ব্যবহার করে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ানরা বাউন্স পছন্দ করে। তাই ভারতীয় ফাস্ট বোলাররা অতিরিক্ত উত্তেজিত হয়ে যদি শর্ট বল করে তাহলে সুবিধে হবে অস্ট্রেলিয়ার। তবে ওয়াসিম মনে করেন যেহেতু শামি প্রচুর অভিজ্ঞ তাই তিনি সঠিক পথে গাইড করতে পারবেন বাকিদের।
