এরপরই শোয়েব-শামির ট্যুইট ঘিরে সরগরম হয়ে ওঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের ক্রিকেটে মহলে। শামির জবাবের পর তাকে পাল্টা জবাব দিয়েছেন শাহিদ আফ্রিদি। একটি টিভি চ্যানেলের শো-তে শামি প্রসঙ্গে শাহিদ আখতার বলেন, ‘আমরা যারা ক্রিকেটার, তারা রোল মডেল। আমাদের চেষ্টা করা উচিত বিতর্ক থেকে দূরে সরে থাকা। আমরা একে অপরের প্রতিবেশী। এমন কিছু হওয়া ঠিক নয়, যেটা মানুষের মনে ঘৃণার জন্ম দেয়। যদি আমরা এমনটা করি, তবে সাধারাণ মানুষের থেকে কী আশা করা হবে।’ এছাড়াও শাহিদ আফ্রিদি ওই অনুষ্ঠানে বলেন, ‘কেউ যদি অবসরপ্রাপ্ত খেলোয়াড় হয়ে থাকে, তখনও এই সব করা ঠিক নয়। আর তুমি তো বর্তমানে টিমে খেলছো। তাই এই সব বিষয় এড়িয়ে চলাই ভালো।’
advertisement
আফ্রিদির পর এবার শামিকে উত্তর দিলেন আরও দুই প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ওয়াসিম আক্রম ও মিসবা উল হক। আক্রম বলেছেন, ‘এই বিষয়ে আমাদের নিরপেক্ষ হওয়া উচিত। ভারতীয়রা তাদের দেশের জন্য দেশপ্রেমিক, এতে আমার কোনও সমস্যা নেই এবং আমরা আমাদের দেশের জন্য দেশপ্রেমিক। কিন্তু আপনি আগুনে তেল ঢালছেন, টুইট উপরে টুইট... আপনি এমনটা করবেন না।’ শুধু কয়েকটি লাইকের জন্য আপনার এইরকম টুইট করা উচিত নয় বলে জানিয়েছেন মিসবা উল হক।
আরও পড়ুনঃ ক্রিকেটের বাইরে রাজনীতির ময়দানে, স্ত্রীর হয়ে ভোট প্রচারে রবীন্দ্র জাদেজা
ফলে মহম্মদ শামি ও শোয়েব আখতারের ট্যুইট যুদ্ধ ঘিরে ক্রমই আরও পারদ চড়ছে। যেভাবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা আসরে নেমেছেন তাতে জল আরও ঘোলা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এরপর মহম্মদ শামি কিংবা অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা কোনও জবাব দেয় কিনা সেটাই দেখার।