ক্রিকেটের বাইরে রাজনীতির ময়দানে, স্ত্রীর হয়ে ভোট প্রচারে রবীন্দ্র জাদেজা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
গুজরাট নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। জামনগর উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। স্ত্রীর হয়ে ভোট প্রচার করলেন ভারতীয় তারকা ক্রিকেটার।
#গুজরাট: চোটের কারণে ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। খেলতে পারেননি টি-২০ বিশ্বাকাপে। কিন্তু এবার অন্য ময়দানে দেখা গেল তারকা অলরাউন্ডারকে। স্ত্রী রিভাবার হয়ে ভোট প্রচারে নামলেন জাড্ডু। গুজরাট নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন জাদেজার স্ত্রী রিভাবা। দীর্ঘ দিন ধরেই বিজেপি করেন তিন। জামনগর উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। স্ত্রীর হয়ে ভোট চাইলেন জাদেজা।
রবিবার স্ত্রীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন রবীন্দ্র জাদেজা। গুজরাতি ভাষায় সেই ভিডিও স্ত্রীর হয়ে ভোট প্রচার করেন তারকে ক্রিকেটার। ভিডিওতে তিনি বলেন,'আমার প্রিয় জামনগরবাসী এবং ক্রিকেট প্রেমিরা। আপনারা জানেন বিধানসভা নির্বাচন এগিয়ে এসেছে। টি-২০ ক্রিকেটের মতই ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সকলের মধ্যে। বিজেপি নেতৃত্ব আমার স্ত্রীর প্রতি বিশ্বাস রেখেছেন। আপনাদের জামনগরের দায়িত্ব ক্রিকেট মাঠে জয়ের মতই মানুষের জয়ের পরিবেশ তৈরি করা।' রিভাবাকে বিপুল ভোটে জয়ী করার কথাও বলেন জাড্ডু।
advertisement
જામનગર ના મારા તમામ મિત્રો ને મારુ દીલ થી આમંત્રણ છે. જય માતાજી🙏🏻 pic.twitter.com/olZxvYVr3t
— Ravindrasinh jadeja (@imjadeja) November 13, 2022
advertisement
সোমবার জামনগর উত্তর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন রবীন্দ্র জাদেজা স্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপির এক ইভেন্টেও দেখা যায় জাদেজাকে। সেখানে গেরুয়া পঞ্জাবি পড়ে দেখা যায় জাদেজা। বেশ খোশ মেজাজেই পাওয়া যায়ভারতীয় ক্রিকেট তারকাকে।
advertisement
Gujarat | Cricketer Ravindra Jadeja and his wife and BJP leader Rivaba Jadeja attend an event in Jamnagar that has been organised ahead of the filing of nomination for the upcoming #GujaratElections Rivaba Jadeja will contest from Jamnagar North and file her nomination today. pic.twitter.com/1Ix5tEamf3
— ANI (@ANI) November 14, 2022
advertisement
প্রসঙ্গত, জোরকদমে চলছে গুজরাটের ভোট প্রচার। দুই দফায় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের ভোট। ১ ও ৫ ডিসেম্বর হবে ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা ৮ ডিসেম্বর। ফলে ভোট ঘিরে এখন সরগরম গুজরাট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 8:13 PM IST