আফ্রিদিকে দেওয়া হয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব। বোর্ডের নতুন গঠনতন্ত্র বদলে পুরোনো গঠনতন্ত্রে ফেরত যাওয়ারও প্রক্রিয়া শুরু করেছে নাজাম শেঠির নতুন বোর্ড। জাতীয় দলের জন্য একজন বিদেশি কোচ নিয়োগ করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি মিকি আর্থারের সঙ্গে কথাবার্তা বলেও ব্যর্থ পিসিবি।
আরও পড়ুন - ১৯ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! রোহিতদের হুঙ্কার গিলক্রিস্টের
advertisement
দক্ষিণ আফ্রিকান কোচ সোজা জানিয়ে দিয়েছেন, খণ্ডকালীন দায়িত্ব ছাড়া এই চাকরি নেবেন না। সংক্ষিপ্ত তালিকায় থাকা অ্যান্ডি ফ্লাওয়ার, টম মুডিদের মতো কয়েকজন কোচ নিজে থেকেই পিসিবিকে জানিয়ে দিয়েছেন, তাঁরা পাকিস্তানের কোচ হতে চান না। কেন বিদেশিরা পাকিস্তানের কোচ হতে চান না, এ ব্যাপারে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম।
ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তানকে সর্বকালের অন্যতম সেরা এই পেসার বলেছেন, চাকরির নিরাপত্তা না থাকার কারণেই বিদেশিরা আসতে চাচ্ছেন না। বিদেশি কোচরা কেন পাকিস্তানে আসতে চান না, এ ব্যাপারে আমার মত হল, তাঁরা মনে করেন, পিসিবিতে নতুন কমিটি এলেই তাঁদের চুক্তি বাতিল হয়ে যাবে। তাঁরা এটি নিয়ে ভয় পান।
বিদেশিরা এখানে আসবেন না। যদি বিদেশি কোচ না পাওয়া যায়, তাহলে পাকিস্তানি কোচ দিয়েই চালানো উচিত। নাজাম শেঠির সঙ্গে আলোচনায় আর্থার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেছেন, ২০১৯ বিশ্বকাপের পর পিসিবি চুক্তির মেয়াদ বাড়ানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা করেনি। ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আক্রম পরিষ্কার জানিয়েছেন যতদিন না পাকিস্তান বোর্ড নিজেদের মানসিকতা বদলাতে পারবে, ততদিন পর্যন্ত বিদেশি কোচ কেউ দীর্ঘমেয়াদি চুক্তি করবে না পিসিবির সঙ্গে। আধুনিক পেশাদার মানসিকতা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক পিছিয়ে আছে বলে মনে করেন আক্রম।