TRENDING:

IND vs AUS: সুন্দর ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া! তৃতীয় ম্যাচে রেকর্ড জয় ভারতের, সিরিজ ১-১

Last Updated:

IND vs AUS 3rd T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। কোনও ব্যক্তিগত কেরামতি নয়, টিম গেমেই হোবার্টে ১৮৬ রানের রেকর্ড রানচেজ সাফল্যের সঙ্গে করল টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় পেল ভারত। কোনও ব্যক্তিগত কেরামতি নয়, টিম গেমেই হোবার্টে ১৮৬ রানের রেকর্ড রানচেজ সাফল্যের সঙ্গে করল টিম ইন্ডিয়া।  যা হোবার্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানচেজ। ভারতের জয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ভারতীয় ব্যাটিং লাইনের সকলেই দলের জয়ে কম-বেশি অবান রাখেন। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল সূর্যকুমার যাদবের দল।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুটা ভাল করেন ভারতীয় পেসাররা। প্রথম ও তৃতীয় ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন অর্শদীপ সিং। ট্রেভিস হেড ও জস ইংলিশকে সাজঘরে পাঠান অর্শদীপ। কিন্তু তারপর ব্যাটিং অর্ডারে উপরের দিকে এসে ঝোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। একের পর এক বাউন্ডারি-ওভারবাউন্ডারি মারেন তিনি। মিচেল মার্শকে সঙ্গে নিয়ে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন টিম ডেভিড।

advertisement

মার্শ ও মিচেল ওয়েনকে পরপর আউট করে ভারতকে ফের ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। কিন্তু তারপর টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ডেভিড ৭৪ রান করে শিবম দুবের শিকার হন। কিন্তু এরপর মারকাটারি ইনিংস খেলেন স্টয়নিস। হাফসেঞ্চুরিও পূরণ করেন তিনি। ৬৪ রানে স্টয়নিস ফেরেনষ। শেষের দিকে ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন ম্যাট শর্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ, ২টি বরুণ ও একটি উইকেট শিবম দুবের।

advertisement

১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং করেন অভিষেক। ১৬ বলে ২৫ রান করে আউট হন তিনি। শুভমান গিল ফেরেন ১৫ রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব অ্যাটাকিং মুডে ব্যাটিম করেন। ১১ বলে ২৪ রান করে আউট হন ভারত অধিনায়ক।

advertisement

আরও পড়ুনঃ IND W vs SA W Final : ফাইনালে টস জিতল দক্ষিণ আফ্রিকা, প্রথমে ব্যাট করবে ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

এরপর অক্ষর প্যাটেলও ভাল শুরু করেন, কিন্তু বড় স্কোর করতে পারেননি। ১৭ করে আউট হন তিনি। একদিকে থেকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন তিলক ভার্মা। ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। কিন্তু আসল শো দেখান ওয়াশিংটন সুন্দর। মারকাটারি ব্যাটিং করেন ভারতীয় অলরাউন্ডার। ৪টি ছয় ও ৩টি চারের সাহায্যে ২৩ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। ১৩ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা। ৯ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: সুন্দর ঝড়ে লন্ডভন্ড অস্ট্রেলিয়া! তৃতীয় ম্যাচে রেকর্ড জয় ভারতের, সিরিজ ১-১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল