TRENDING:

'নতুন তারকাদের তুলে আনার ঐতিহ্য মুম্বই ধরে রাখবে', IPL নিলাম শেষে বললেন নীতা আম্বানি

Last Updated:

Nita Ambani- সোমবার আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের অনেক তরুণ খেলোয়াড় নেওয়ার বিষয়ে নীতা আম্বানি কথা বলেছেন। মিসেস আম্বানি বলেছেন, মুম্বই ফ্র্য়াঞ্চাইজি ভবিষ্যতেো অনেক খেলোয়াড়কে খেলার মঞ্চ গড়ে দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: রবিবার আইপিএলের নিলামে তিনি নজর কেড়েছিলেন সবার। সৌদি আরবের জেড্ডায় উপস্থিত ছিলেন মুকেশ অম্বানীর স্ত্রী নীতা আম্বানি। সঙ্গে ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আকাশ আম্বানি। সমাজমাধ্যমে নীতার একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল।
News18
News18
advertisement

সোমবার আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের অনেক তরুণ খেলোয়াড় নেওয়ার বিষয়ে নীতা আম্বানি কথা বলেছেন। মিসেস আম্বানি বলেছেন, মুম্বই ফ্র্য়াঞ্চাইজি ভবিষ্যতেো অনেক খেলোয়াড়কে খেলার মঞ্চ গড়ে দেবে। এমআই এমন অনেক ক্রিকেটারকে তৈরি করতে সহায়তা করেছে যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এমআই পল্টনকে মারাঠিতে একটি বার্তা দিয়ে তাদের আবেগপূর্ণ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন- আইপিএলের ‘সেরা’ ক্রিকেটারই এবার আইপিএলে নেই! কেউ কিনল না এমন তারকাকে!

তিনি বলেছেন, ”মেগা নিলাম আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ। নতুন দল, নতুন ক্রিকেটারদের উৎসাহ দিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। আমি কিছু নতুন মুখকে স্বাগত জানাতে পেরে এবং কিছু পুরানোকে আমাদের সাথে ফিরে পেয়ে খুশি – ট্রেন্ট বোল্ট, নমন ধীর, আল্লাহ গজানফার, রায়ান রিকেলটন, দীপক চাহার, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, রিস টপলি, অশ্বনি কুমার , রাজ অঙ্গদ বাওয়া, শ্রীজিথ কৃষ্ণন, সত্যনারায়ণ রাজু, বেভন-জন জ্যাকবস, অর্জুন তেন্ডুলকর, লিজাদ উইলিয়ামস এবং ভিগনেশ পুথুরকে স্বাগত। আমরা হার্দিক, জাসপ্রিত, রোহিত, সূর্য এবং তিলকের মতো তারকাদের ফিরে পেয়েছি। নিলামে সুযোগ ছিল, কীভাবে আমরা একটি ভাল দল তৈরি করতে পারি। সেটাই গড়ার চেষ্টা করেছি।”

advertisement

আরও পড়ুন- কেকেআরের ক্যাপ্টেন কে? এবার এই তারকা নাইট অধিনায়ক! একাই জেতান ম্যাচ

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

তিনি আরও বলেন, “এখানে আমরা অনেক তরুণ প্রতিভাকে স্কাউটিং করি। ওদের খেলার মঞ্চ দিতে পেরে আমরা গর্বিত। এখান থেকে অনেকে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। জসপ্রিত, হার্দিক, তিলক, রমনদীপ সিংরা তারকা। নমন ধীর, রবিন মিঞ্জ, অশ্বনি কুমার, রাজ অঙ্গদ বাওয়া এবং শ্রীজিথ কৃষ্ণানরা ভবিষ্যতে তারকা হবে। মুম্বই ইন্ডিয়ান্স #OneFamily-তে ওদের সবাইকে স্বাগত জানাতে আমি খুবই উত্তেজিত। আমরা ভারতীয় ক্রিকেটের জন্য তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার এই ঐতিহ্যকে অব্যাহত রাখতে চাই।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'নতুন তারকাদের তুলে আনার ঐতিহ্য মুম্বই ধরে রাখবে', IPL নিলাম শেষে বললেন নীতা আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল