আইপিএলের 'সেরা' ক্রিকেটারই এবার আইপিএলে নেই! কেউ কিনল না এমন তারকাকে!

Last Updated:
Ipl 2024 Auction- ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি স্টিভ স্মিথও এবার দল পাননি। অনেকে বলছেন, আইপিএলে স্মিথের স্ট্রাইক রেট খুব কম।
1/5
আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। আইপিএলে ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। সাড়ে ৬ হাজারের বেশি রান করেছেন। তবুও আইপিএলে ডেভিড ওয়ার্নার এবার দল পেলেন না!
আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। আইপিএলে ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। সাড়ে ৬ হাজারের বেশি রান করেছেন। তবুও আইপিএলে ডেভিড ওয়ার্নার এবার দল পেলেন না!
advertisement
2/5
আইপিএল নিলামে দুবার নাম ওঠে তাঁর। তবু কোনও দল ওয়ার্নারকে নিতে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি। তবে তারা কেউই ওয়ার্নারের মতো আইপিএল কিংবদন্তি নন!
আইপিএল নিলামে দুবার নাম ওঠে তাঁর। তবু কোনও দল ওয়ার্নারকে নিতে আগ্রহ দেখায়নি। ওয়ার্নারের মতো আরও বেশ কয়েকজন তারকা আইপিএলে এবার দল পাননি। তবে তারা কেউই ওয়ার্নারের মতো আইপিএল কিংবদন্তি নন!
advertisement
3/5
ওয়ার্নারের পরই নাম আসবে কেইন উইলিয়ামসনের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটানসের হয়ে ১০টি মরসুম খেলেছেন এই কিউই অধিনায়ক। ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। করেছেন ২১২৮ রান। তবু কেউ এবার তাঁকে নেয়নি দলে।
ওয়ার্নারের পরই নাম আসবে কেইন উইলিয়ামসনের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটানসের হয়ে ১০টি মরসুম খেলেছেন এই কিউই অধিনায়ক। ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। করেছেন ২১২৮ রান। তবু কেউ এবার তাঁকে নেয়নি দলে।
advertisement
4/5
ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি স্টিভ স্মিথও এবার দল পাননি। অনেকে বলছেন, আইপিএলে স্মিথের স্ট্রাইক রেট খুব কম।
ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি স্টিভ স্মিথও এবার দল পাননি। অনেকে বলছেন, আইপিএলে স্মিথের স্ট্রাইক রেট খুব কম।
advertisement
5/5
ইংরেজ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর দল না পাওয়ার ঘটনাও সবাইকে চমকে দিয়েছে। তাঁর অবস্থাও ওয়ার্নারের মতো। আইপিএলের তারকা তিনি। তবে গত মরশুমে তাঁর পারফরম্যান্স আহামরি কিছু ছিল না।
ইংরেজ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর দল না পাওয়ার ঘটনাও সবাইকে চমকে দিয়েছে। তাঁর অবস্থাও ওয়ার্নারের মতো। আইপিএলের তারকা তিনি। তবে গত মরশুমে তাঁর পারফরম্যান্স আহামরি কিছু ছিল না।
advertisement
advertisement
advertisement