রাহুল দ্রাবিড়ের পর কে কোচ হতে পারে ভারতীয় দলের সেই তালিকায় উঠে আসছিল একাধিক নাম। ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা ছিল দৌড়ে। বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বলে খবর। রাহুলের সঙ্গে কথা বলবে বিসিসিআই। তবে এখনও পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি নন রাহুল। ফলে ভিভিএস লক্ষ্মণের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
advertisement
বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ও কোচ হওয়ার আগে এনসিএ-র দায়িত্বে ছিলেন। বোর্ড সূত্রে যা খবর, তাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে পূর্ণ সময়ের ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। তবে শেষবারের মত রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরও একবার কথা বলতে পারে বিসিসিআই।
প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন যখন বিশ্রামে গিয়েছেন তখন কোচোর দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় এবং নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দ্রাবিড় যুগের পর ভারতীয় দলে শুরু হতে চলেছে লক্ষ্মণ জমানার।