TRENDING:

টার্গেট ২০২৬, বাংলার ক্রিকেটে এবার একসঙ্গে তৃণমূল-বিজেপির বিধায়ক!

Last Updated:

Manoj Tiwari: মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা দুজনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রাজনৈতিক আঙিনায় আসার আগে দুজনের প্রথম পরিচয় ক্রিকেটার। দুই বন্ধু ভিন্ন রাজনীতির দলে নাম লেখালেও বাংলা ক্রিকেটের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর লড়াই করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টার্গেট ২০২৬। ভালো ফলের আশায় জোট বাঁধলেন তৃণমূল-বিজেপির বিধায়ক। একসঙ্গে কাজ করে সাফল্য এনে দেওয়ার অঙ্গীকার। বাংলার স্বার্থে একসঙ্গে এক প্রজেক্টে কাজ করবেন তৃণমূলের একজন এবং এবং বিজেপির একজন বিধায়ক।‌
advertisement

এই পর্যন্ত লেখাটা পড়ে আপনার মনে হতেই পারে, বাংলার রাজনীতির পরিসরে বিজেপি এবং তৃণমূল বিধায়ক একসঙ্গে কাজ করবেন? কী করে সম্ভব?

দলের ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত কী করে নিলেন দুই বিধায়ক? না ঘাবড়ানোর কিছু নেই, খবরটা ঠিক। কিন্তু বিষয়টি আরেকটু স্পষ্ট করে বোঝা দরকার।

আরও পড়ুন- দলে ফিরেছেন সিনিয়ররা, কাদের বসাবেন গম্ভীর? প্রথম ওডিআইতে একাদশে বড় চমক

advertisement

আসলে দুজন বিধায়ক হলেন তৃণমূলের রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও আরেকজন বিজেপির ময়নার বিধায়ক অশোক দিন্দ। বিষয়টি আরেকটু স্পষ্ট করে বলা দরকার।

মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা দুজনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রাজনৈতিক আঙিনায় আসার আগে দুজনের প্রথম পরিচয় ক্রিকেটার। দুই বন্ধু ভিন্ন রাজনীতির দলে নাম লেখালেও বাংলা ক্রিকেটের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে বছরের পর বছর লড়াই করেছেন।

advertisement

দুজনেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বাংলা ক্রিকেটের স্বার্থে দুজনকেই একসঙ্গে ব্যবহার করছে সিএবি। ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার জন্য যে প্রজেক্ট রয়েছে অর্থাৎ vision ২০২৬।

সেখানেই এই দুজন একসঙ্গে কাজ করছেন। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রয়েছেন মনোজ তিওয়ারি। বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করলেন অশোক দিন্দা। যদিও ভেঙ্কটেশ প্রসাদকে আনা হয়েছে বোলিং ডিপার্টমেন্টের প্রধান করে।‌

advertisement

আরও পড়ুন- অলিম্পিক্সে হকিতে প্রথম হার ভারতের, শেষ ষোলোর রাস্তা হল কঠিন

ভেঙ্কটেশনের সহকারী হিসেবে কাজ করবেন অশোক দিন্দা। বৃহস্পতিবার থেকেই অনুশীলনে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক। যদিও এর মধ্যে রাজনীতির কোনও বিষয়ই আনতে নারাজ কেউই।

অশোক দিন্দার দাবি, বাংলায় অনেক প্রতিভা রয়েছে তাদেরকে তুলে আনার কাজটাই করব। মনোজ আমি দীর্ঘদিনের বন্ধু-সতীর্থ। এক আবাসনে থাকিও। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা।‌ খেলার মাঠে তার কোনও প্রভাবই নেই।‌

advertisement

সিএবি কর্তা হিসেবে পদে বসার পর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়‌ ভিশন ২০-২০ প্রজেক্ট চালু করেন। সেখান থেকে একাধিক ক্রিকেটার উঠে এসেছিল। সেই তালিকায় মুকেশ কুমারের মতো বর্তমান ভারতীয় দলের প্লেয়াররাও রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সময়ের অভাবে গত বছর এই প্রজেক্ট বন্ধ হয় এক বছরের জন্য। তবে চলতি বছর থেকে ফের চালু হয় এই প্রজেক্ট।‌ ভেঙ্কটেশ প্রসাদ ছাড়াও বর্তমানে এই প্রজেক্টে কাজ করছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নরেন্দ্র হিরয়ানি। বাংলা সিনিয়র ক্রিকেট দলের সাপ্লাই লাইন তৈরি করতে এই প্রজেক্ট। আর এই প্রজেক্ট এই জোট বাঁধলেন তৃণমূল এবং বিজেপি বিধায়ক।

বাংলা খবর/ খবর/খেলা/
টার্গেট ২০২৬, বাংলার ক্রিকেটে এবার একসঙ্গে তৃণমূল-বিজেপির বিধায়ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল