TRENDING:

সৌরভকে সরিয়ে সেহওয়াগকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন গ্রেগ, দাদার সঙ্গে বেইমানি চাননি বীরু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বীরেন্দ্র সেহওয়াগ যখন কিছু বলেন, তখন রাখঢাক রাখেন না। মন খুলে সত্যি কথা বলতে ভালোবাসেন ভারতের প্রাক্তন ওপেনার। অনেকটা যে বেপরোয়া ভঙ্গিতে ব্যাট করতেন, সেরকমই। ঠিক সেভাবেই সম্প্রতি একটি বিস্ফোরণ ঘটিয়েছেন সেহওয়াগ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বীরু বলেছেন, গ্রেগ চ্যাপেল ভারতীয় দলে যোগ দেওয়ার সময় আমাকে অধিনায়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সৌরভের সঙ্গে বেইমানি করার কথা ভাবতে পারেননি বিরু
সৌরভের সঙ্গে বেইমানি করার কথা ভাবতে পারেননি বিরু
advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর এই প্রস্তাব ছিল। তবে বীরু জানিয়েছেন প্রিয় দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারতেন না তিনি। কারণ তার ক্রিকেট জীবনের প্রতিষ্ঠা হয়েছে সৌরভের হাত ধরেই। তাই এত বড় অন্যায় কার কাছে পাপের সমান। বীরু বলেন, কিন্তু মাস দুয়েক পর দেখলাম, আমিই দলের বাইরে!

আরও পড়ুন - KKR: নাইটদের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ৯০ ভাগ এগিয়ে রাসেল! শাহরুখের ভরসা ক্যারিবিয়ান তারকায়

advertisement

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা আমি এখনও জানি না। দু'মাসে কী এমন হল যে, আমি ভারতীয় দল থেকেই বাদ পড়ে গেলাম! নজফগড়ের নবাব ফের যোগ করেন, আমি বরাবর বিশ্বাস করে এসেছি, ভারতীয় দলকে কোচিং করানোর মতো ভাল কোচ রয়েছেন। বিদেশি কোচের দরকার নেই। বিদেশি কোচদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম।

advertisement

ভারত ২০১১ সালে গ্যারি কার্স্টেনের কোচিংয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তাঁকেই সেরা বিদেশি কোচ হিসেবে বেছে নিয়েছেন সেহওয়াগ। এছাড়া গ্রেগ চ্যাপেল কোচ হিসেবে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হলেও ম্যান ম্যানেজমেন্ট তার একেবারেই খারাপ ছিল জানিয়েছেন সেহওয়াগ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি যেন কড়া মাস্টারমশাই হতে চাইতেন। ভারতীয় দলে এমন কোচের জায়গা নেই বলে জানিয়েছেন বীরু। যে কোচ দাদা বা বন্ধুর মত মিশতে পারবেন ভারতীয় দলের সাফল্য তার হাত ধরেই ধরা দেবে পরিষ্কার জানিয়েছেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভকে সরিয়ে সেহওয়াগকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন গ্রেগ, দাদার সঙ্গে বেইমানি চাননি বীরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল